দর্পণ || গণতন্ত্র সংখ্যা ২০২১ || গণতন্ত্রের চাতুরতার ফাঁদে ~ মো. হাকিম




পোস্ট বার দেখা হয়েছে

গণতন্ত্রের চাতুরতার ফাঁদে 

 মো. হাকিম


গণতন্ত্রের চাতুরতার ফাঁদে 

আটকে আছে

সাধারণ মানুষের অনাবিল প্রত্যাশার

স্বপ্নগুলো

কখনোবা পথ হারিয়ে 

হাঁসফাঁস করছে

কানাগলির অন্ধকারে বন্দী থেকে,

গণতন্ত্রের হালফ্যাশনেও 

দিনের পর দিন

বিষণ্নতায় ডুবে আছে আমজনতার 

আশা নিরাশার স্বপ্নগুলো। 


গণতন্ত্রের চৌহদ্দি জুড়ে

ক্ষমতা লিপ্সুদের হাতিয়ারগুলো 

অনেকটাই আজ স্পষ্ট

এর বিভ্রান্তির বেড়াজাল থেকে 

সর্বসাধারণের মুক্তি আসেনি কখনোই

এবং আসার সম্ভাবনাও

নেই কোনদিন । 


গণতান্ত্রিক মানুষিকতা এবং মূল্যবোধগুলো

ক্ষমতার দাম্ভিকতায় আক্রান্ত হয়ে

ক্ষমতা আরোহণের

নির্বাক সিঁড়ি হয়ে

দাঁড়িয়ে  আছে সেই কবে থেকেই,

জনগণই সকল ক্ষমতার অধিকারী- এ ভ্রান্ত ধারণা

দিয়ে 

জনগণকে ঠেলে দেয়া হয় 

মিছিলের অগ্রভাগে

অবশেষে তারা না বুঝেই পৌঁছে যায়

গণতন্ত্রের আবদ্ধ কুটিরে

যেখানে 

সাধারণ মানুষের স্বপ্নগুলো শুধুই গুমরে মরে 

দিনের পর দিন

তবুও সুদিন আসবে এ প্রত্যাশায়

নির্বাক দৃষ্টিতে 

চোখ রাখে সম্মুখ পানে

আশার আলোগুলো ক্রমেই ক্ষীণ হয়ে 

মিশে যায় 

দূরের কোন দিগন্ত রেখায় । 

তারপরও, বিন্দু বিন্দু প্রত্যাশাগুলো 

ঝাপসা দৃষ্টি নিয়ে 

চেয়ে থাকে দূরের পানে-

গণতন্ত্রের রাজনৈতিক অভিলাষগুলো

এভাবেই তার লক্ষ্য অর্জনে 

এগিয়ে যায় 

অনেকটা বাধাহীনভাবেই,

গণতন্ত্র সে তো কেবলই 

ক্ষমতা আরোহনের সোপান হয়েই

রয়ে গেছে যুগ যুগ ধরে

সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা

পূরণের প্রতীক সে

কোনদিনই হয়ে উঠতে পারেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ