সত্যজিৎ ১০০ || কবিতা || শৈলেন্দ্র নাথ চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে

                


                         একশোয় সত্যজিৎ  

                     শৈলেন্দ্র নাথ চক্রবর্তী


সবাই জানে , সত্যজিৎ রায় দীর্ঘতর কায়

                    বিশ্ববন্দিত কল্পলোক  প্রায়। 

সবাই জানে, চিত্রনির্মাতা সঙ্গীতকার আর

                 গল্প, কবিতা, অঙ্কনে ক্ষুরধার ।

সবাই জানে, ব্যক্তিত্বে কৃষ্টিতে অসাধারণ। 

              খ্যাতিতে এদেশে গণজাগরণ। 

সবাই জানে, নামী বংশে মানুষটির জন্ম 

              হলেও যশের শিখরে তাঁর কর্ম। 

দেশিকোত্তম, ভারতরত্ন , আর ডি লিটের ছড়াছড়ি ।

দাদাসাহেব ফালকে, ম্যাগসেসে বহু বহু বাহাদুরি। 

এ ব্রহ্মাণ্ড জুড়ে কত না পদক , সবেতে তিনিই পুরোধা ।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিরে তাঁরই শিরোপা। 

যুগোশ্লাভিয়া, ফ্রান্সের সেরা সম্মান তামাম মর্ত্য

মাতায়।

জন্ম-শতবর্ষে সমান উজ্জ্বল কালজয়ী 

সত্যজিৎ রায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ