দর্পণ || সাপ্তাহিক ফেসবুক সেরা কবিতা কোলাজ




পোস্ট বার দেখা হয়েছে

শুধু তোমারই জন্য

 ইন্দ্রাণী চৌধুরী

                                    

বার্ষিক গতিতে স্বপ্নের পৃথিবীটা

 ঘুরতে ঘুরতে হটাৎ লাট খায়।

থমকে যায় সবুজ শৈশব কিংবা

গোধূলি রঙা সোনালী  কৈশোর।

 ছিটকে পড়ে রূপালী জ্যোৎস্না- 

শূন্য মুঠোয় শুধু হা-হুতাশ।


ব্যাধির যন্ত্রণা বুকে নিয়ে চলে

কোনো শববাহী নদী।

কালো ছত্রাকে  সন্ত্রাসের মেঘ ,

ঝড়-জলে তছনছ মাটির হৃদয়।

বেসামাল অর্থনীতির  ফাটলে

গরীবের পেটে চরম  অগ্নুৎপাত।


পথের কুকুর দুর্ভিক্ষের দেশে।

সরকারি বেসরকারি  দয়ায়

কখনো  কিছু মুখে তোলে

ক্লান্ত পায়ের জ্যান্ত লাশ।

চোখে ভাসে মাটির দাওয়া-

এক থালা সুখের ভাত।


অগুনতি রোগীর  দীর্ঘশ্বাসে

বিপর্যস্ত চিকিৎসা পরিষেবা -

বন্ধ  দরজায়  দরজায় 

 কড়া নাড়ে শুধু ব্যর্থ হাহাকার।

উদ্বেগে বাজে ঘড়ি টিক টিক -

জ্বলতে থাকে শ্মশানের চিতা।


তবু  মরুদ্যানে বিবেকের ছায়া- 

আদর্শ আজও ফুল হয়ে ফোটে।

কালো রাতের শেষে সূর্যমুখী 

কিংবা জ্যেৎস্নারাতে মল্লিকার

নৈস্বর্গিক হাসি অপেক্ষায় থাক

বন্ধু , তোমারই  জন্য।


===

উড়ুক প্রজাপতি

মোঃ রাশেদুল ইসলাম (বট প্রাচীন)


এক টুকরো সোনালী রোদ টুপ করে হাজির হয় বারান্দায়,

জানালার চড়ুই এক থেকে হয় দুই,

ফুলদানির নেতিয়ে পড়া গাছগুলো তাগড়া হয়ে উঠে।

হঠাৎ পৃথিবী ছেঁয়ে যায় চিরচেনা সুবাসে,

বুকের ভিতর ঠাঁই নেয় আরেকটা বুক,

আড়মোড়া ভেঙে উড়াউড়ি করে আমাদের প্রজাপতি প্রেম।


পৃথিবীর সমস্ত ছায়ার বাস আলোতে,

ঠিক আমাদের মত একে অন্যের পরিপূরক।

অভাব টের পায় কাঠফাটা রোদ,

কিছুটা তো চাই শীতল হবার একটু ছায়ার মায়ার পরশ,

আঁধার নেমে আসে তুমিহীন দিনগুলোতে,

কেউ জানে না কতটা বিভৎস দুর্ভিক্ষের সাক্ষী তুমি না থাকার সময়।


প্রতিকূলতা মাড়িয়ে চাষ করি রংবেরঙের ফুল,

বুকে বেড়ে উঠে চিরকালীন প্রেমের বাগান,

কোমল সৌরভের হাতছানিতে নিকট হয় মন,

মিলন ছাড়া আর কিছুই সম্ভব না আমাদের,

জাগতিক রিক্ততার মাঝেও টইটম্বুর বাসন্তী বাতায়ন, 

বুকের ভিতর দেদারসে উড়ুক রঙিন প্রজাপতি প্রেম।


===

প্রলয়ের আগে বেসুরে বাজা মন 

পিয়ালী সরকার


আগামীর ঝড় সহজে পেরোক 

তোমার নিকোনো উঠোন ,

ডালিম ফুলের মত রাঙা ভোর 

ফের আসুক চাতাল জুড়ে ,,,,

ঘুঘু দম্পতিটা যে আশায় বাঁধল নীড়

মালি পাড়ার আম গাছটার 

বাদমী ডালে , বাসা হারিয়ে 

তারা যেন আর হয় না পরিয়ায়ী ।


সুখে আছে যারা , তারা থাকুক সুখে । 

মাঠ পেরিয়ে পারুলের বনে উড়ুক 

যত আছে রংমেলান্তি প্রজাপতি , 

মাঠের ফসলেরা জলের ওপর ফের

মাথা নাড়ুক সাবলীল ,

দূরের আমলকী বনে না আসে যেন

কোনও না-কামনার অকাল বৈশাখী !


দক্ষিণের ওই  

শান্ত সুগন্ধা বেলগাছটায় 

বসত করে যেসব

দুষ্টু চড়াই , রোদরাঙা পায়ের শালিক , আর ল্যাজঝোলা দোয়েলের দল , 

ওদের ডানার ভারী জল শীঘ্র মোছাক পরের কোনও রোদভেজা দুপুর।


বিধাতা পুরুষ ! এবার তো থামাও তোমার অসুখ , আর কেন এই মনকেমনের সকাল সাঁঝ ? 

ইয়াশ , আমফান ,আয়লারা সব ঘুমাক বিষ্ণুপুরীর পালঙ্কে , 

মর্ত্যলোকের জন্য থাক শুধু 

উষ্ণ কাব্য , রম্য উপন্যাস আর মনউদাসী বারোমেসে বসন্ত !!


====

Karmic Influences

Clive Norman 


There’s a truth, profound, pure, overwhelmingly simple, though humankind denies it often

Ignorantly ignoring to recognise historically cloudy consequential meanderings

Ever-deepening influential actions of infamously foreboding formidable consequences

Like dominos in motion, knocking down, one into two, two into three, three into five, ad-infinitum, until the present day, no human host unaffected

From a small group of hunter-gatherers to a populous soon to surpass Seven point Seven billion people

A world full of materialistically motivated, young and immature adolescence

Inevitably reaping rewards of billions of influentially casted seeds

Sown not into freshly drilled and well-manured soils

But into the mindsets of every generation since time immemorial, to the present moment

God/Allah doesn’t answer us, leaving his karmic influencing instrument, watching over our petty squabbling

Whilst the inherited mess of our very own making, and our expectations, desires, wishes and dreamings, have literally, had a knock-on instrumentally karmic effect

Perpetuating the domino effect, that our ancient ancestors and forebearers started when humankind was simply, hunter-gatherers;

We are the karmic demonic incarnations, stampeding across the land

Like a plague of locusts, stripping everything in our path

Fulfillment of short-sighted philosophies and political notions, while pathetically robbing ourselves, and our children’s children of a future

Instead of the omnipotently ordained future, created in his wisdom, using natural karma, as his instrument

As custodians, we once watched over a well-oiled, balance harmoniously working, bio-diverse ecosystem

Teaching us, guiding us, the demonic consequences of our materialistic cravings, we cannot learn in our pure, unadulterated spiritual form

Our unsavoury developing dilemmas, past, present and futuristic karmic influences – are of our own making, while burying our heads in the sands of time

Wake up, count the blessings, act now, while restoring karmas harmoniously balancing love, and securing a future, for all to love and cherish!

===

ম্যানিকুইন

ঋত্বিক গোস্বামী


আসলে ডিসটেম্পারড দেওয়াল

ভেতরে ঝুরঝুরে প্লাস্টার

যদিও প্লাস্টিক মুখোশ

অম্লজানের জন্য কি সুতীব্র হাহুতাশ

সেলোফেন মোড়কে জড়িয়ে নিয়েছ নিজেকে

ছটফট করছ তবু নিরাপত্তা চাই


পদচারণার জন্য তৈরী করেছ মার্বেল ফ্লোরিং

অভ্যন্তরে ঝুরঝুর করছে বিচূর্ণ বল্মীক

মেহগিনি কাপবোর্ডে দামী বস্ত্রসম্ভারের স্তুপ

তোমার নগ্নতা কি পরিধান পেয়েছে কোনোদিন?

হাজার ওয়াটের আলোতে 

ঝলমল করছে তোমার অবয়ব

পেরেছ কি কোনোদিন অন্ধকার বিদীর্ণ করে

একটাও দিশারী মোমবাতি জ্বালাতে?


আসলে ম্যানিকুইন

তাই অবিরল নিশ্চল তুমি


পুণর্মূষিক ভবঃ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ