দর্পণ || গণতন্ত্র সংখ্যা ২০২১ || প্রতিবেদন -গণতন্ত্র ~ সুচন্দ্রা বসু




পোস্ট বার দেখা হয়েছে

প্রতিবেদন -গণতন্ত্র 

সুচন্দ্রা বসু 

  

গনতন্ত্রের হাত ধরেই আসে দেশের নবজাগরণ,

দেশের নবজাগরণ মানেই দেশের অভ্যুত্থান ।

যে দেশ যত শিক্ষিত হবে সেই দেশ তত উন্নত হবে , হিংসা মুক্ত হবে  । তাই সকলের আগে চাই শিক্ষা , যে দেশে যত বই পড়ার আসর অনুষ্ঠিত হবে আগামী দিনের ভবিষ্যৎ তত সাফল্য অর্জন করবে।

তার জন্য চাই পুষ্টিকর সুষম খাদ্য , বাসস্থান , বস্ত্র ও শিল্পের উন্নয়ন ।

অগ্রগতির অভ্যুদয় এই গনতন্ত্র ,অধিকার সর্বাঙ্গীন সবার জন্য।

তাকে গলা টিপে হত্যাকরা নয় , সুস্থ সামাজিক পরিবেশ ,  অর্থনৈতিক পরি কাঠামো ও ন্যায়ের দাবিতে মুক্ত মানসিকতা ।

একজন শিশু শ্রেণীর ছাত্র কে পড়াবার জন্য একজন সুশিক্ষিত পন্ডিতের প্রয়োজন হয়।

তার কোমল মতি জ্ঞানকে সুন্দর বিকশিত করতে  চাই সুন্দর পরিবেশ ।

  অজ্ঞ ব্যাক্তির দ্বারা তা কখনো সম্ভব হয় না।


যেমন অন্ধকারে প্রজ্বলিত দ্বীপ শিখার চার পাশে অনেক পোকা মাকড় মরে পড়ে থাকতে দেখা যায় ।তেমনি শিক্ষার আলোর সম্মুখে আসতেই  অজ্ঞানতার অন্ধকার আর থাকে না। 


গণতন্ত্রের সঠিক মূল্যায়ণ পেতে হলে ,সঠিক শিক্ষার পরিকাঠামোর প্রয়োজন ।

সঠিক অধ্যবসায় , মিতব্যয়ী , সংযম , ও পরিবেশ স্থান কাল পাত্র দেশ , সঠিক সময়ে সঠিক শিক্ষার দরকার ।

গণতন্ত্র গণতন্ত্র বলে গলা ফাটিয়ে চিৎকার করলেই হবেনা । জনগনকে সঠিক মূল্য দিতে হবে , তবেই হবে দেশ প্রেম ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ