দর্পণ || গণতন্ত্র সংখ্যা ২০২১ || গণতন্ত্র ~ জয়দেব মাইতি




পোস্ট বার দেখা হয়েছে

গণতন্ত্র 

জয়দেব মাইতি 


গণতন্ত্র-নির্বাচন-সুশাসন।

গণতন্ত্রে - গণতন্ত্র-নির্বাচন-সুশাসন পরস্পর অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত।

স্বাধীন দেশে জনগনের মঙ্গলসাধনের মাধ্যমে দেশের কল্যাণ ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্য পূর্ন-নাগরিকগনের প্রত্যক্ষভাবে স্বতঃস্ফূর্ত জন-প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সবার জন্য সুশাসন প্রতিষ্ঠা করা গণতন্ত্রের প্রধান মৌলিক উদ্দেশ্য,  

এবং স্বাধীন দেশ ও দেশের মানুষকে সুস্থ রাখার উৎসব - 'নির্বাচন' হবে নির্দিষ্ট এক মেয়াদ অন্তে।   

গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন মানে - 

বর্তমান সর্ববৃহৎ গনতান্ত্রিক দেশ ভারতের মত নতুন করে দেশ স্বাধীনের গণ-বিপ্লব নয়, 

অবাধ গণ-উৎসবের মাধ্যমে দুঃশাসন বিলুপ্তি ও সুশাসন সুনিশ্চিত হওয়া চাই, - তবেই সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ