দর্পণ || শুধু কবি নয় ঈশ্বর তুমি || পারমিতা রাহা হালদার (বিজয়া)




পোস্ট বার দেখা হয়েছে

শুধু কবি নয় ঈশ্বর তুমি

 পারমিতা রাহা হালদার (বিজয়া)


চেরাপুঞ্জির মেঘ রাশির মতো দীপ্তিময় তুমি কবি,

সাগরের গভীরতার ন্যায় শিক্ষার ভাণ্ডার রবি।

তোমার  জ্ঞানসাগরে ডুব দেয় এ জগৎ ব্রহ্মাণ্ড,

কবিতা-গান,গল্প আজও ঝড় তোলে প্রচন্ড।


বিশ্বের শ্রেষ্ঠ কবির সিংহাসনে তুমিই বিরাজমান,  

গর্বিত বাঙালির শিক্ষা-রুচি চেতনায় স্বাভিমান।

পরাধীনতা শৃঙ্খল মুক্তি আজ স্বাধীন নাগরিকত্ব,

বিদ্রোহে আহুতি জ্বেলেছে তোমারই অভিভাবকত্ব।


তোমার সহজপাঠের ছোঁয়ায় জীবন শুরুর পথে,

শিক্ষা আলোতে জড়িয়ে রেখেছো আগলে সাথে।

হাজারো নক্ষত্র রাশির মতো তুমি সদাই উজ্জীবিত, 

তাজা স্মৃতি মাঝে রবি সৃষ্টি সুধা আজো সঞ্জীবিত।


স্রষ্টা তুমি বিশ্বভারতীর  সৃষ্টির শ্রেষ্ঠতম গীতাঞ্জলি, 

যজ্ঞ আহুতি পূজার বিধাতা তোমার পায়ে অঞ্জলি।

আজো আমার মনঘোর  ছন্দ বাঁধে তোমায় নিয়ে,

স্মরণ করি তোমায় হে রবি বৈশাখী প্রণাম দিয়ে।

   

কাল বোশেখ ঝড়ের সৃষ্ট কত কাব্য গান নিরন্তর,

বাঙালি মননে স্মরনীয় বরণীয় সাহিত্য যুগান্তর।

রাবীন্দ্রিক ছন্দে কবিতা গান,নৃত্যগীতে বাড়ুক মান,

পঁচিশে আসুক প্রতিবার,চেতনা রুচি উদ্বুদ্ধ প্রাণ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. প্রণমি কবিরে বিশ্ব আবেগে, প্রণমি এ কলমের সৃষ্টি-
    পরম্পরায় এমন কলমে যদি রয় মোদের কৃষ্টি!

    কবির গর্বে গর্বিনী হেথা এই সময়ের সম্ভাবনা,
    প্রাণ ও প্রকৃতির একাকারে যেন তাঁর কলমের আনাগোনা -
    আজ রবীন্দ্রের জন্মদিনে এ কবির কলমে সে প্রাণ পাই;
    কত বাঁধা ভেঙে জীবন ও সাহিত্যে তাঁর সৃষ্টি ও তাই মোরা চাই !

    উত্তরমুছুন