দর্পণ || কবিতা গুচ্ছ || কবি এ কে আজাদ




পোস্ট বার দেখা হয়েছে

সুপরিবেশ গড়ি


[উৎসর্গঃ বিশ্ব পরিবেশ দিবস- ২০২১ উপলক্ষে বিশিষ্ট কবি, সম্পাদক, সমাজ সেবক ও পরিবেশ রক্ষা আন্দোলনের নেতা দেবাশীষ ভট্টাচার্য্যকে]


এক দিবসে হয় না রক্ষা পরিবেশের পরী,

নিত্যদিনই যতন করে সুপরিবেশ গড়ি।


বৃক্ষনিধন, বায়ূ দূষণ, পানি দূষণ ছাড়ি,

গাছপালাতে সাজিয়ে তুলি স্বপ্ন-সাধের বাড়ি।


রোজ সকালে ঘুম ভেঙে যেই ভোরের আকাশ দেখি,

সেই আকাশে শুদ্ধ বায়ূর পদ্য যেন লেখি।


যেই জমিনে বাংলা জাগে ফসল বুকে নিয়ে,

কারুকাজে ভরাই সে মাঠ সবুজ পাতা দিয়ে।


খাল-বিলে সব স্বচ্ছ রাখি মুক্ত পরিবেশ,

শাপলা ফুলের উল্কি সেথায় যুক্ত করি বেশ!


গাছের মায়ায় কাব্য লেখি, মাছের মায়ায় স্বপন,

ফুল ও ফলের বীজগুলো সব রোজই করি বপন।


পথের পাশে গাছের সারি, শূন্য ভিটায় ফল

রোপন করি গাছের চারা, পরিচর্যায় জল। 


গাছে গাছে পাখপাখালির মিষ্টি কলরবে,

শহর গ্রামে সারারবেলা ভীষণ মধুর হবে।


মুক্ত বায়ূর শ্বাস নিয়ে ভাই সুস্থ থাকি সবে,

পরিবেশের দিবস পালন অর্থক হবে তবে। 

====

পরিবেশ গড়ি বেশ


পরিবেশ

গড়ি বেশ

সবুজের থোকা থোকা বাংলার মাঠে,

বিচিত্র 

কী চিত্র! 

নদী জল ছলাছল কোলাহল ঘাটে- 


এই কথা

সেই কথা 

ছিলো না কো, ছিল সব একেবারে সত্যি,

কোত্থেকে

মোত্থেকে 

কারা যেন এলো সব হা রে রে রে দত্যি।


গাছ খেলো

মাছ খেলো

কাঠ খেলো, মাঠ খেলো, খেলো সব বন,

বুক পোড়ে

সুখ পোড়ে

কুঁড়ে খায় বিবেক আর মানুষের মন।


চাচা, ভাই

বাঁচা চাই

গড়ে তুলি সবুজের সমারোহ স্বর্গ,

শহরে

নগরে

এক্ষুনি জাগোরে দেশবাসী ভাই-বোন-বর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় সম্পাদক মহাশয়কে

    উত্তরমুছুন
  2. প্রতিটি লেখাই বেশ সদর্থক।
    ভীষণ ভালো লাগলো।

    উত্তরমুছুন
  3. অসামান্য লেখা ৷ মুগ্ধ হয়ে পড়লাম ৷ পরিবেশ নিয়ে এত সুন্দর লেখা ৷ বাকরুদ্ধ হলাম

    উত্তরমুছুন