শব্দমালা || ধারাবাহিক কলম || পর্ব ৪ || জয়দীপ চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে

 

কবিতা নিয়ে মিছিলে বেরবাে একদিন 


কবিতা নিয়ে মিছিলে বেরবাে একদিন 

রাজপথ থেকে হেঁটে যাব লালমাটি

 আলাের শপথ গর্জে উঠবে জেহাদে

 উদাত্ত স্বরে প্রত্যয় পরিপাটি 


পরশমণির ছোঁয়ায় জাগবে মানুষ

 ভুবনগ্রামে একটাই হবে জাতি

 ইতিহাস থেকে জীবনের দিশা নিয়ে 

হবেই মানুষ সফরের প্রিয় সাথী 


অত্যাচারীর হাজার মিনার ডঙ্কা 

ঘৃণার শ্যাওলা মেখেছে আবহমান 

মিছিলে মানুষ মাটিতে রেখেছে পা 

প্রতিবাদী হাতে মহাকাশ খান-খান 


একটা জীবন বহু জীবনের দ্বার 

অমােঘ মন্ত্র তােমার অজানা নয়

 বন্ধুর পথ হাতে হাত বেঁধে রেখাে 

তুচ্ছ বিপদ তুচ্ছ অজানা ভয় 


গহণে তােমার অমরাবতীর আলাে 

ব্যস্ত সময়ে হয়তাে ভুলেছ তাকে

 অবসরে যদি তার চোখে রাখ চোখ

 বাড়াও দু’হাত রাঙা নদীটির বাঁকে


 কবিতামন্ত্রে উল্কি আঁকব সকলে 

বারুদ সরিয়ে ফোটাব গােলাপ লাল 

ঐক্যের সুরে জনগণেশের গানে

 তােমার দু’পায়ে হাঁটবেই মহাকাল 


কবিতা নিয়ে মিছিলে বেরবাে একদিন

 রাজপথ থেকে উড়ে যাবে সব ধুলাে

 সীমান্ত ছোঁয়া গ্রাম থেকে তুমি এলে 

কুড়ােব আবার ঝরে যাওয়া ফুলগুলাে।


কবিতায় কথায় 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ