|| দর্পণ সাপ্তাহিক সেরা নির্বাচিত কবিতা সমগ্র||




পোস্ট বার দেখা হয়েছে


                      প্লেটোর জন্ম 

                         স্বরূপ দত্ত 


হেগেলকে ড্রয়িং রুমে বসিয়ে রাখো ,

মার্কস ও এঙ্গেলস্ সযত্নে বইয়ের 

তাকে সাজানো থাক না --------

সার্ত্র , দেকার্তে ও ফুঁকো

ওরা বড় ডাকাবুকো -----------

ওদের মাথায় করে রাখো ,

জানি তুমি দেরিদাকে ভুলতে পারো না !

তুমি বড় বাস্তবতার মুখোমুখি ,

তুমি বারে বারে দ্বিখন্ডিত -----

আলো আঁধারিতে ক্রমেই খণ্ডিত !

বস্তু বস্তু করে ভাবের ঘরে ঢুকতে ভুলে গেছো 

সেই ঘরে এখন চোরের আনাগোনা -----------

কী যে মহার্ঘ্য খোওয়া গেল তুমি নিজেই জানো না!


তবু দেখো অগণিত মানুষ এখনও মনের গভীরে 

ভালোবাসা ও আশার প্রত্যয় নিয়ে বেঁচে থাকে -----

সূর্য যেমন উদিত হতো তেমনই এখনও হয় !

পাখির কাকলি এখনও তেমনই মুখরিত -------

প্রেমিকের মুখে প্রেয়সী এখনও সমান প্রশংসিত !

নিভৃতে প্রেমের ফুল এখনও হয় প্রস্ফুটিত !

নক্ষত্রের মায়াবী আলোতে দয়িতের সাথে 

দয়িতার এখনও পুষ্প বাগিচায় দেখা হয় ,

হাতে হাত রেখে ওদের কীসের অতো কথা !

ক্রমেই ওরা আরও আরও নিবিড়তর হয় 

ওরা এক মহান দার্শনিক প্লেটোর জন্ম দেয় !

====

                  IMPOVERISHED

                   Moitreyee Raju


Poverty is a highly cherished entity.

No don't be surprised...cherished it is! 

'Cause it satiates the urge for charity;

For many it's even a road to sanctity.

Here famine of thoughts and feelings

very gleefully display their ugly peelings!


Poverty's barren valley

is unscrupulously left to rally,

all those deep seated woes buried in its alley;

Woes mired in both kind and creed

and are powerful enough to make you weep!

But do you weep...?

At the perpetual indifference,

showered with such deep reverence?

Writ large in the eyes of your brethren?


Their pangs of hunger

have often made me wonder,

how do they muster such candor?

I can sense a seething volcano within;

A revolt, is what they're asking? 

But being quiet amidst the disquiet 

has been the gigantic bane

of this very vast human lane.


But poverty can even create trysts

wherever it comes to exist;

Yes, trysts with the mind

where poverty really thrives!

And my thoughts often glide,

on the wavy tides

of a poverty stricken mind....!


Like the deep dark cloak of night

when poverty enters the domain of mind,

leaving it impoverished, 

making it appear malnourished,

evergreen thoughts then sound gibberish; 

As if there never is a day after the night,

resemblant of a dark tunnel devoid of light.

It's a happening that happens in you

when poverty outgrows you!


Poverty creates a dreamer,

the dreamer salvages the achiever.

But an impoverished mind

has an opium like bind,

that can only trample and curtail your rise!!


===

                ভালোবাসার গুণকীর্তন

                       হাসান ফরিদ


সেদিন পাহাড়ি পথে যেতে যেতে

পাহাড়ি লতাকে জিজ্ঞেস করেছিলাম, 'তুমি কি পাহাড়কে কখনো ভালোবেসেছো?'

লতানো ডাগর পাতা দোলাতে দোলাতে আমাকে বলল, 'তাকে ভালোবাসতে যাবো কোন দুঃখে?'

ভালোবাসলেইতো পাহাড় গলতে শুরু করবে।

গলতে গলতে বরফগলা নদী হয়ে যাবে যে! 


ভালোবাসা হলো আস্ত একটা সূর্যের মতো!

সর্বভূক জ্বলন্ত!

সবাই কি সেই উত্তাপ সইতে পারে!


একদিন চাঁদকে একই প্রশ্ন করলাম, ' তুমি কি আকাশকে ভালোবাসো?'

চাঁদও বলল, 'কখখনো না!'

ওকে ভালোবাসলেইতো ও অলস হয়ে যাবে!

আর মেঘদের আশ্রয় দেবে না!

আর মেঘ না হলে বৃষ্টি হবে না--

বৃষ্টি না হলে ফসল হবে না।


ভালোবাসা হলো সমুদ্রের মতো

জলপ্রপাতে ঘুরে অবিরত

ঘূর্ণিস্রোতে ফেনায়িত প্রবালের স্তূপ;

সবাই কি প্রবাল হতে পারে!


===

                                বৃষ্টি 

                        প্রহ্লাদ ভৌমিক 


বৃষ্টি নামলেই পারাপারের রাস্তাগুলো চোখে ভাসে

বৃষ্টি জলের আশ্চর্য্য কুহক ঢেকে দেয় একে একে

চারপাশের আকাশ বাতাস, বিস্তৃত চরাচর


আর আমাদের এই উত্তরের মতো

বৃষ্টি প্রবণ বীজতলা ও ধান-রোয়া মাঠে

বৃষ্টির নিঃশ্বাসে প্রশ্বাসে

আশা ও আশ্বাসের সোনার ফসল ফলে


যে দানা ফসলে ফুটে উঠে আমাদের স্বপ্ন 

আমাদের উজ্বল ভবিষ্যৎ

আর আমাদের পুনর্জন্ম


বৃষ্টি যাপনের অনিবার্য্যতা আমাদের ঋণী করে


অনন্ত স্মৃতি ও স্বপ্নের অজস্র ছায়াময়তার আড়ালে

মৌনমুখরতার পাশাপাশি ঝরা জলের ছন্দে

চারপাশের নিসর্গ জুড়ে বৃষ্টির আশ্চর্য্য কুহকের মুগ্ধতা

অথবা বুকের নদীর জলের তীব্র উচ্ছ্বাসের শব্দ

আমি এভাবেই লিখে রেখে যেতে চাই


লিখে রেখে যেতে চাই বৃষ্টির গলা ছেড়ে

গেয়ে ওঠা গানের স্বরলিপি আজীবন ।

===

                     জানি না কেন 

                            জয়া


জানি না কেন, হঠাৎ সেদিন, মনের ভিতর টা অচেনা এক ঝোড়ো হাওয়ায় হূ হূ করে উঠেছিল! জানিনা কেন, সেই রাতে চুপকথারা নির্জনে নীরবে দু ফোটা নোনা জল ফেলে ছিল!

তুমি সেই নোনা জলের দাগ দেখেছিলে কি? 


সেদিনও মায়াবী রাতের আকাশে রাত জাগা তারারা ঘুমপাড়ানিয়া ঘুম ঘুমালেও চাঁদ কে শুকতারা গল্প শুনিয়ে ছিল। 

চাঁদও সারা অঙ্গে জোৎস্না মেখে হেসে ছিল। 

তুমি হেসে ছিলে কি?


নীলাকাশে পেঁজা পেঁজা শুভ্র তুলোর মতো মেঘ ভেসে ছিল।

পাখিরাও গতরাতের প্রণয়ের উষ্ণতা পালকে মেখে গান গেয়ে ছিল। তুমিও কি মেঘের পালকে আমায় জড়িয়ে নিয়ে মেঘের ভেলায় ভেসে ছিলে কি? 


সেদিন কেন জানি না মুহূর্তদের ছুঁয়ে আমার ভিতরে বৃষ্টি ঝরে পড়েছিল! 

বুকে উঠেছিল তুমুল ঝড়, আছড়ে পড়েছিলো তোমার হৃদয়ের জানালায়। 

যা আমায় ছুঁয়ে, তোমার মন ভিজে ছিল কি?


জানি না ঠিক ভালোবাসা তবে কি? হয়তো ভালোবাসা একটা পাগলামি, একটা অসুখ, ভীষণ রকমের অসুখ যা তোমায় ছুঁয়ে আমায় ছুঁয়ে ছিল!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ