দর্পণ || কথোপকথন - ৭ || অদিতি সেনগুপ্ত




পোস্ট বার দেখা হয়েছে

              

           || কথোপকথন - সপ্তম পর্ব || 

                        অদিতি সেনগুপ্ত 


-- অদ্ভুত একটা ম্যাগনেটিক ফিল্ড যেন তুমি আর তুমি ময় সবটার চারিপাশে!

চাইলেও এড়ানোর সাধ্যি সেই অমোঘ স্বতঃস্ফূর্ত আকর্ষণ!

-- এড়াতে চাও?

-- উপায় রেখেছ কিছু!

-- আচ্ছা বেশ তাহলে রুকস‍্যাকটা তুলে বেরিয়ে পড়ি নিরুদ্দেশে কী বলো?

-- আমি বুঝি নিরুদ্দেশ হতে পারিনা? তখন কার সঙ্গে কথা বলবে শুনি!

-- আমি তো সর্বদাই কথা বলে চলেছি তোমার সঙ্গে।

-- তাই বুঝি!! আমার কানে তো ঢোকেনা!! কানটা বোধহয় দেখাতে হবে।

-- উঁহু কান নয়, মনটা দেখাও। মনটা সুস্থ থাকলেই আমার কথা শুনতে পাবে। কথা কী শুধু সশব্দেই হয়!! 


-- ঠিকই। আসলে কী বলোতো, বাসি বিছানায় তোমার অবাধ‍্য অরণ‍্য আঁকড়ে পরম তৃপ্তির ঘুম আর সেই ঘুম শেষে একসাথে ভোরের আলো ফুটতে দেখা এগুলোতো বাস্তবের মাটি ছোঁবেনা কোনোদিনই!! তাই একটু বেশিই...


-- তবুও আশা রাখতে ক্ষতি তো কিছু নেই। তেমন কোনো কাঙ্খিত ভোরের সূর্যোদয় তো হতেই পারে জীবন সাহারায়...!!


আরও পড়ুন ....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ