দর্পণ | হরিবংশ রাই বচ্চন - দ্বিতীয় পর্ব | সায়ন্তিকা




পোস্ট বার দেখা হয়েছে

 


                         হরিবংশ রাই বচ্চন 

                     ভাবানুবাদ 

                      সায়ন্তিকা 


১৯০৭ সালের ২৭ নভেম্বর , ব্রিটিশ শাসিত ভারতের আগ্রা ও আউধ সংযুক্ত প্রদেশের প্রতাপনগর জেলার বাবুপট্টি গ্রামে (উত্তর প্রদেশ ) , এক আউধি হিন্দু পরিবারে জন্ম হয় হরিবংশ রাই বচ্চনের ۔۔পিতা প্রতাপ নারায়ণ শ্রীবাস্তব ও মাতা সরস্বতী দেবী শ্রীবাস্তব ! যদিও কবিতা লেখার সময়ে হরিবংশ রাই 'শ্রীবাস্তব ' এর বদলে 'বচ্চন ' শব্দটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করেন ! ১৯২৬ সালে , তিনি শ্যামা দেবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন , ১৯৩৬ সালে শ্যামা দেবীর মৃত্যুর পর , তিনি তেজবন্ত কৌরি সুরি'কে (তেজ ) বিবাহ করেন ! তেজ ছিলেন লাহৌর কলেজে মনোবিজ্ঞানের অধ্যাপিকা এবং সেই সময় এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপনায় ব্যস্ত হরিবংশ রাই বচ্চন !


হরিবংশ জীবনের প্রকৃতির চেনা উপমায় সাজিয়েছিলেন নিজের কবিতাদের ! তাঁর লেখা 'মধুশালা ' , ইংরেজি , বাংলা , মারাঠি , মালয়ালম ভাষায় অনূদিত হয়েছে , কাব্যনৃত্য রূপে বারবার মঞ্চস্থ হয়েছে সমান আবেদনে !

অন্যদিকে বিখ্যাত উর্দু কবি 'ওমর খৈয়াম ' ভীষণ রকম প্রভাবিত করেছিলেন হরিবংশ রাই বচ্চনকে !খৈয়াম সাহেবের 'রুবাইয়াৎ '( RUBAIYAT) এর হিন্দী অনুবাদ করেন তিনি !

তিনি লিখেছিলেন ۔۔۔

"Tumne jis din jaal failaya tha--

tumne uddyeshya kiya tha...

tum upkaran ho,

jaal faail raha hain, haath kisi aur ka hai...

tab sametne wale haath kaise tumhare ho gaye?"


অনুবাদ 

 ১/

কী ভাবে তোমার উপহার সামলে রাখি আমি ,

কী ছিলো ভাবনায় ?

কী ছিলো তোমার প্রতিটা চুম্বনে ?

তোমার সাথে কি এনেছো প্রিয় ?

তোমার মনে কী বাঁধা পড়েছে সখী ?

তুমি কি নতুন কেউ ,

যার সাথে আবারও বন্ধনে বাঁধবো নিজেকে ?

নতুন কি এনেছো তুমি ?

=====

২/

ঘৃণার ফল কী অদ্ভুত !

পশুরা ভাগ হচ্ছে ۔۔۔

কেউ হিন্দু এবং ভেড়া ,

কেউ মুসলমান হয়েছে !

মন্দিরে হিন্দু দেখেছি ,

মসজিদে মুসলমান ۔۔۔۔


তারপর রাতের গভীরে শুঁড়িখানায় ,

দেখলাম শুধুই মানুষ !


__

প্রথম পর্ব পড়ুন ....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ