দর্পণ || কবিতা ~ বরুণ চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে

     ।।  কেউ  এলোনা  ।।


ফুলের সুষমা আলোর হাসি 

তোমাদের জন্য রেখেছিলাম ;

আনন্দমেলার পরিচ্ছন্ন ছবি এঁকেছিলাম  ।

প্রিয় মুখ দেখতে পেলামনা

রাত বয়ে যায়  কেউ এলোনা ----

সময় গড়িয়ে যায়  কেউ এলোনা  ------


চেনা পথে গাড়ি ছুটছে

গাড়ি সিগন্যালে থমকে দাঁড়িয়ে

ইচ্ছারা উঁকি দিচ্ছে , এই বুঝি 

ইশারাও  নেই , গণ্য মানুষের দেখা নেই 

না - কেউই এলোনা  !


আমি কখনো কোথাও চুক্তিবদ্ধ নই  ;

নিরুদ্বেগে  নিশ্চুপ থেকেছি ---

আমার উপকারী বন্ধু  ওরা এসেছে ,

সহৃদয় ডাক তারা শুনেছে 


ডান হাত রাখি এই যে বাম হাতের তালুতে

এরপরেই সাড়া তুলে

প্রতীক্ষার প্রহর গণি 

বাড়ি বাড়ি ডেকে এলাম ------

আমার ডাক শুনেও শুনলে না !

এড়িয়ে গেলে  !


অন্তর থেকে ঘুরে ফিরে ডেকেছি ,

আনাড়ি শব্দ ছুঁড়তে ছুঁড়তে 

কেউ কোথাও

ভাবনায় ছবি আঁকছে , কথা সাজাচ্ছে

কথা কত ভেসে ওঠে মেতে ওঠে----

ঘুমের থেকে জেগে ওঠা সেই কথার

দু'-একটি  মনে তুলতে গিয়ে

কেমন কি মনে জেগে উঠলো কেউই জানলে না  ,,,

তেমন কি ভেতর-ভেতর মিশ্র প্রতিক্রিয়া

মন ডুকড়ে ওঠে -----

                          কেউ এলেনা ! 

কেমন দীর্ঘশ্বাস উড়ে যায় 

                                  কেউ এলোনা  !!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ