দর্পণ | দৈনিক ধারাবাহিক কলম | কবিতা গুচ্ছ ~ সুজিত চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে


 

ll এক  ll 


.        রাখছে গোপন 



খবর আছে এই শহরে 

সন্ধ্যা তারা হয়তো যখন 

আলুথালু কেশ,বিবশ বসন 

চেষ্টা  করে অনেকখানি 

যৌবন তার রাখছে গোপন , 

ঝুমকো লতা ভাবছে তখন 

হারানো দিন ফিরে পেলাম 

যেমনটি সেই সিক্ত শ্রাবণ 

নরম ঠোঁটের আদর খোঁজে 

প্রেমের ঘন মেদুরতায় , 

কিম্বা হঠাৎ শারদ প্রাতে 

খুশীর গন্ধ শিউলি তলায় , 

বুকের ভেতর বৃষ্টি নেমে 

বুঝিয়ে দিলো নতুন করে 

পাতকুয়োটা গভীর ছিল 

ভীষণ কেমন মুখচোরা ! 

তবুও কত ডুবুরি মন 

কেউ জানে না তৈরী ছিল, 

নাও ভাসাতে ডাকছে ওরা।




            ll  দুই  ll


.           খেলাঘর 


               


এনেছিলাম  ছোট্ট চারাগাছ। 

কৌতূহল ছিল অসীম, 

কি রঙের ফুল ফুটবে সেইসব নিয়ে।  

তারপর কুড়ি এলো অজস্র,  

একটু একটু করে তাদের মুখ খুললো।  

ততদিনে নতুন কথা ফুটেছে ছোটটার।  

এক পা এক পা করে এগিয়ে চলে গান

    " খেলাঘর বাঁধতে লেগেছি " ! 


তমাল খুব জোর দিয়ে বলতো , 

একটা একটা করে সিগারেট ছাড়া 

কখনও সম্ভব নয়  l 

একদিন হঠাৎ 

সব ছেড়ে তমাল চলে গেছে ! 


আজ মনে হয়, 

কবে ওরা এতো বড়  হয়ে গেলো

আমি যে জানতেই পারলাম না কিছু !


     



                ll তিন ll 


.     শুধু একটু ভালোবাসা 




আজ তার মনে হয় 

এ শহরে বেদনার রঙ নীল । 

তাহলে স্বপ্নের রঙ কি ? 

মাঝরাতে দুঃস্বপ্ন দেখে 

ঘুম ভেঙে গেলে হঠাৎ 

জানলার বাইরে তাকালে 

এখনও সমুদ্রের  সাথে দেখা হয় ! 

ছুটে আসে অন্তহীন অন্ধকার ঢেউ 

মাথায় ফসফরাসের উজ্জ্বল কলতান 

কি এক অজানা আদিম উচ্ছ্বাসে 

তারা আজও ফেটে পড়ে  ! 

তবে কি মিথ্যে ছিল এইসব উপন্যাস ? 

শুধু একটু ভালোবাসা চেয়েছিল , 

তাই বুঝি স্যাঁতসেঁতে ঘরে 

মৃত্যুর অপেক্ষায় একা বসে থাকে সময়! 


এ শহর উৎসবে মাতে প্রতি রাতে।



                   ll চার ll 



.               বসন্ত বন্দনা 


  


   তার একটি হাত আমার হাতে ।


   অন্য হাতটি কোপাই-জলে ।


   পলাশ ফুলের মালার টানে দুলছে বেণী ।


   নাকি , বেণীর  ছন্দে   নাচে  পলাশ ফুল ? 


   মনটা কোথায়,..  এ'সব  জানার... 


   এই জীবনে সুযোগ পেলাম কই  !! 


   ভিতর-কানে  তখন শুনছি  অনুক্ষণ ,


   বসন্ত-বন্দনার  সেই  গানের উচ্চারণ ।


   

   আচমকাই   বললে তুমি,  


   কারোর  কিছু  চাই -গো -চাই ? 


    না-ফোটা লজ্জায় 


    আমিও অধোবদন হই ,


    " চাহিতে এসেছি শুধু একখানি 


       ....রাঙা পলাশের .... মালা । "



     

                    ll   পাঁচ ll 


 .                 ডাকনাম 


                    


  চমকে উঠলাম ! এখানে এই নামে কে ডাকে !!

  এ তো আমার ভাল নাম নয়। মন্দ নামও নয় ।

  সবার জানার কথাও না । আচ্ছা, হ'তেও পারে 

  অন্য কারো নাম এটা। যদিও মনে হয় না তাও ।

  আশপাশের লোকজন কেউ যদি বা সাড়া দেয় !

  নাঃ ! সে গুড়ে বালি । কেউ কি উতলা হয়েছে 

  তার ডাক শুনে ভেতরে ভেতরে ? কে জানে! 

  আমি যে উদ্বিগ্ন, সেটা কি ফুটে উঠেছে মুখে?

  সেল্ফি মোডে দেখে নিই নিজের মুখচ্ছবি তাই ।

   কেউ যেন ফিস ফিস করে গেল কিছু  ভেবে ,

   "ওয়াও... কুল ব্রো , কুল ব্রো ... " । এটা কি  

   প্রশংসা তবে ? কুল মানে কি? ঠান্ডা না গরম?

   এ নাম তো জেনেছে কেবল আমি, তুমি আর 

   আমাদের দুজনের  ইনবক্স । তবে কি হ্যাক 

   হ'য়ে গেছে  গোপন কথারা সব ? সত্যি কি 

   গোপন করার মত কিছু ছিল নাকি বক্সে ? 

   হয়তো বা সবই আপেক্ষিক । একের দেবতা ,

  অন্যের অসুর । জানিনা, জানতে চাই না আর।

  থাক না রহস্য জড়ানো কিছু নৈশব্দের ওপাড়ে !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ