কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মরণে জয়দীপ চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে


কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মরণে জয়দীপ চট্টোপাধ্যায় 


সময় শরীরে আগুন কবি হাঁটে 

বহুমুখী তার স্বপ্ন বিচ্ছুরণ 

আপােষবিহীন সত্যের অভিমুখ 

মানুষের হিতে চিরসংগ্রামী পণ। 


নিপীড়ন যতাে রুদ্ধ করেছে পথ 

অবিচার ছুঁয়ে শাসনের তর্জনী 

কবি জেগে থাকে শব্দকুসুমে একা

 রক্ত-ঘামেতে সাম্যের আবাহনী। 


শব্দশরীরে মিশে থাকে উষ্ণতা 

প্রতিবাদ-প্রেমে মানুষের জয়গান 

সত্যাশ্রয়ী হাজার শব্দ হাঁটে 

নাগরিক কবি রেখে যান বীজধান। 


সমকাল ছুঁয়ে অমােঘ শব্দমালা 

স্বপ্ন প্রদীপে ভেসে চলে দশদিক 

ভালােবাসা একা উজানে এগােয় পথ 

লক্ষ প্রাণের প্রেরণাতে নির্ভীক। 


‘রাজা আসে যায়’ শাণিত বর্ণমালা

 সময়ের স্রোতে নির্মম পরিহাস 

এখনও মানুষ দুর্নীতি হানাহানি 

রাজনীতি ছুঁয়ে দিশাহীন উদ্ভাস। 


স্মরণ-মননে প্রণতি জানাই আজ

 কবি বীরেন্দ্র সমাজ গড়ার দিশা

 গণমানুষের হাসিমুখে তার চলা 

বােধের পৃথিবী, মানবিক প্রত্যাশা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ