শপথের কথামালা ~ জয়দীপ চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে

শপথের কথামালা
 জয়দীপ চট্টোপাধ্যায়


হতে চাই আমি যুক্তিনিষ্ঠ, সবুজে রাঙানো উদার প্রাণ-
বিভেদের সব ফসিল জ্বালিয়ে মানবিকতার গাইতে গান।

হৃদয়ে আমার একাসনে স্থির আলো মন্দ্রিত গীতা -কোরান
ত্রিপিটক আর গ্রন্থসাহেব ,বাইবেল ছুৃঁয়ে সোনার ধান।

মহান প্রাণেরা দেখালেন পথ , সত্য-ন্যায়-তিতিক্ষার,
সব ভুলে আজ ভ্রষ্ট মানুষ স্বাগত জানায় অন্ধকার।

সব পথ ধরে পৌঁছানো যায়, হৃদয়টা যদি শুদ্ধ হয়
বিদ্বেষ পুষে স্বজন রক্তে, হিংসার পথে হয়না জয়।

চার দেওয়ালেতে অধরা স্রষ্টা , মহৎপ্রাণেতে বসত যাঁর
বিভাজন সব করেছি আমরা, মেখেছি কালিমা ব্যর্থতার।

ভালো ও মন্দ দুটি জাত আছে, আর সব কিছু মূল্যহীন
মানুষ হবার মহান মন্ত্রে, ভালবাসাতে হবোই লীন।

বেড়েই চলেছে সমাজ বর্জ্য, কৃমিকীট নাচে তা ধিন্ ধিন্ 
ন্যায়-নীতি আজ পিছন সারিতে, ক্ষমতা দম্ভ বাজায় বীণ।

শিক্ষাই আনে সূর্যশপথ, গড়তে সমাজ জাতির মান
 স্কুলগুলো সব বহুতল হোক, বিশ্বে ভাসুক প্রীতির গান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ