দর্পণ || শীত ও ছায়ারা ~ কৌশিক চক্রবর্ত্তী




পোস্ট বার দেখা হয়েছে

শীত ও ছায়ারা

কৌশিক চক্রবর্ত্তী


এই যে কদিন বৃষ্টিফোঁটার মানে

ছড়িয়ে রাখলি তোর সে উঠোনময়

জন্মেছে শীত আসছে জোনাকি ভোরে

বাকি ছায়াটুকু বুঝে নেবে তার ক্ষয়


ছেলেবেলা থেকে গুনে গেছি সব ভোর

আর শীত শীত ফিরেছে যেমন রাতে

চশমা লাগেনি, তোর আঙুলটা চিনে

প্রতিদিন ভোরে একা একা জন্মাতে


পোশাক আঁটেনি আমার বিছানা জুড়ে

কারণ সেখানে লুকনো ছায়ার ঢেউ

তবু তুই শেষে বেছে নিলে কালো ছাতা

শীতের কথারা বৃষ্টিতে ভিজেবেও


লিখে নেব আমি উত্তুরে হাওয়া বেছে

নতুন পোশাকে গুঁজে রাখা অনুভূতি

পছন্দমতো ছায়াকে জোগাড় করে

শীতকাল এলে তুই বিছানায় শুতিস।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. শীতের কথা সুন্দর পরিবেশন করেছেন সকলেই। এতে আমার একটি লেখা প্রকাশিত দেখে আপ্লুত হলাম।
    অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রকাশক সম্পাদক মহাশয়কে।
    অনেক অনেক শ্রদ্ধা আমার পাঠকবৃন্দকে।

    উত্তরমুছুন