দর্পণ || স্বপ্নীল নীল ঢেউ এ ~ শুক্লা চ্যাটার্জি




পোস্ট বার দেখা হয়েছে

স্বপ্নীল নীল ঢেউ এ 

 শুক্লা চ্যাটার্জি


নীলাকাশে চেয়ে দেখি এক ঝাঁক সবুজের সমারোহ, 

ছোট ছোট স্বপ্নীল ঢেউ খেলে যায়, 

ছোট্ট নীল জলের নদীর উপর দিয়ে । 


সেই কথা বলার কিছুই ছিলনা, 

কবিতাকে ভালোবাসি তাই, 

আমি কবিতায় ছুঁতে চাই , 

মানুষের মন প্রাণ - - - - - 

নাগাল পেতে চাই সৃষ্টির ।


বনানীর বিচিত্র সব অনুভূতি, 

বুকের গভীরে থাকে কোন সে কারণ, 

একটি নারীর বুকের মাঝে বকুল বেঁধেছে বাসা । 


অনন্ত দুঃখ জমা থেকে যায়, 

অদ্ভুত জীবনের কাঁদা হাসা । 

সত্যিকারের মানুষ আজ আর কোথায়? 

কোথায় আজ আর মানুষের সেই মনুষ্যত্ব! 


নীলাকাশে পাখিরা কত সুন্দর, 

কিন্তু অনেক অনেক হয়েছে জীবনের পথচলা ।

তবুও তো আশা, স্নেহ মন, 

শীতের হিমেল হাওয়ার পরশে, 

শেষ রাতে ঘুম আনে চোখে ।


এ বুকে তবুও আগুন দিয়েছে পোড়া, 

পুড়ে ছাই হয়ে যাক মন আমার আরো আরো ।

তবুও এই জীবন যুদ্ধে মানুষ চিনে নিতে চাই আজও, 

নতুন জীবন নতুন পৃথিবী আলো ।


শীতের দুপুরের অলস রোদ - - - - - 

নিঃসঙ্গতা আমার পৃথিবী জুড়ে, 

হঠাৎই মনে হয় এই ভেবে যে, 

বুঝি ছোট হয়ে গেল, 

দু'জনার সেই এক পৃথিবী, 

         দুভাগ হয়ে গেল ।


ভেসে যায় স্বপ্ন লেখা মনের কাগজ, 

ভোরের কুয়াশা মাখানো শিশিরের জল, 

দুচোখ ভিজিয়ে দেয় স্মৃতির কাজল, 

খুঁজতে খুঁজতে প্রহর বেড়ে যায় ।


হিমেল হাওয়ায় ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক ছবি, 

এক ঝাঁক সবুজ পাখিরা --- নীলাকাশে মুক্ত ডানা বাতাসে মেলে দিয়ে, 


নীল স্বপ্নীল ঢেউ স্পর্শ করে আনন্দে গা ভাসায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ