দর্পণ || এক গুচ্ছ কবিতা || সুজিত চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে


              ll  এক ll 


      কেন যেতে দিলি 


যাকে ছাড়া তোর দিন ডুবে যায় 

বিষণ্ণতার  অন্ধকারে , 

এতো  তুচ্ছ-সহজ মুখের কথায় 

কেন যেতে দিলি তারে ?


স্মৃতির  সুবাস মুছে গেছে কবে 

সময়ের দোলাচলে , 

কবিতারা আজও নিভৃতে নীরবে 

তবু তারই কথা বলে !

       

                 ll দুই  ll 


            প্রতিবাদ 

মেরুদণ্ড থাকলে সোজা 

তবেই পাবে বাঁচার স্বাদ , 

অন্যায় যদি চোখ রাঙায় 

মুক্ত কন্ঠে হোক প্রতিবাদ ! 


লোভের স্বার্থ তুচ্ছ করে 

তুলতে হবে মুষ্টিবদ্ধ হাত,  

হাজার মুখের ভীড়ের মাঝে 

চিনিয়ে দিও নিজের জাত !


                  ll  তিন  ll 


             বাইশে শ্রাবণ 


                ফুল ফুটলে শ্রাবণ     

              তোমার  উপস্থিতি বুঝি l 

             তৃষ্ণা যখন  বাড়তে থাকে 

                  শ্রাবণ তোমায় খুঁজি ।


               তবু, বাইশ তারিখ এলে 

                অসহ্য এই  শ্রাবণ মাস , 

             চোখের জলে কাব্য লেখা 

                  সঙ্গে মেশে দীর্ঘশ্বাস !


            ll  চার  ll 


 কাব্যে লেখা 


সব কথা তো তেমন করে 

মুখে বলা যায় না,  

সেসব থাকে কাব্যে লেখা 

সেটাই মনের আয়না ! 


কবি জানেন কোন কথাতে 

লুকিয়ে  কাঁদে  মন , 

অন্যরা কেউ পায় না হদিশ 

ওটাই আসল গুপ্তধন ! 


            ll  পাঁচ  ll 


        নাগরদোলা 


  অবাক চোখে তাকিয়ে দেখি 

  নাগর দোলায় ঘুরছ তুমি । 

  এই দুলছো  মেঘ-মুলুকে 

  পরক্ষণেই যাচ্ছো ছুঁয়ে ভূমি ! 


  কেইবা নীচে , কোথায় ওপর 

  বোঝার  চেষ্টা জীবনভোর,  

  চোখের খিদে মিটিয়ে দিও 

  খুঁজবো তোমায় মনের ভিতর !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ