দর্পণ || কবিতাগুচ্ছ || সুমা গোস্বামী




পোস্ট বার দেখা হয়েছে

বসন্ত আমার মিতা

    

 ভোরের লজ্জায় রাঙা আকাশ

  শিমুল- পলাশের সাথে মিতালি

   বলছে আমার মনের দ্বারে

    "বসন্ত এসে গেছে " ।


কোকিলের কুহু সুরের মূর্ছনা

মৃদু রোদেলা সকালের উষ্ণতা

জানিয়ে রাখলো আমায় 

বসন্ত , আমার মিতা ।


শ্বেত-শুভ্র কাঞ্চনের অনুরাগ

আমের শাখায় মুকুলের দুষ্টুমি

সগর্বে ঘোষণা করেছে আজ

" বসন্ত এসে গেছে " ।


পয়লা ফাগুনের চাঁদনি রাত

মৌমাছির সেই গুণগুণ সুর

দখিনা বাতাস গাইছে গান

বসন্ত , আমার মিতা ।

=====

 মন

  

মন, তোমাকে এক আকাশ বৃষ্টি দেবো

        তুমি কাঁদতে পারবে তো ?

      তোমাকে এক বুক আগুন দেবো

            তুমি জ্বলতে পারবে তো ?

মন, তোমাকে একটা কালবৈশাখী দেবো

       তুমি ঝড় হতে পারবে তো ?

     তোমাকে এক আকাশ খুশি দেবো

          তুমি সুখী হতে পারবে তো ?

মন, তোমাকে খুশিয়াল স্বরলিপি দেবো

       তুমি গাইতে পারবে তো ?

       তোমাকে একটা উদাসী দুপুর দেবো

              তুমি কবিতা লিখতে পারবে তো ?

মন, তোমাকে হিম শীতল স্পর্শ দেবো

      তুমি উষ্ণতা দিতে পারবে তো ?

     তোমাকে সহস্রযোজন দূরত্ব দেবো

            তুমি কাছে আনতে পারবে তো ?

জানি, এসব আমার শুধুই কল্পনা

তোমাকে নিয়ে আমার অজস্র ভাবনা


মন, তুমি শুধু আমার হয়েই থেকো

আমার মনে তোমার ইচ্ছে মতো

কোনো রঙিন ছবি এঁকো ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ