রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিশেষ কবিতা সংকলন




পোস্ট বার দেখা হয়েছে

পুড়ে যায় মানব জমিন

অরিজিৎ রায় 


ভিক্ষাবৃত্তির আঁচলের তলায় দিন গুজরান, 

পরম্পরা ভেঙে হিসেব গুলিয়ে দেওয়া সময়ে-

কানা-গলিময় অন্ধকার জগতে সঁপে দিই আগামী। 

প্রত্যন্ত থেকে শহরতলি হয়ে ঝাঁ-চকচকে মলের শরীরে

বড়ো কাদা লেগে আছে -পুতিগন্ধময়! 

হাঁসুয়া হাতে শব্দ-চাষাদের বাড়ন্ত কলমে 

স্লোগানের বদলে আনুগত্যের লিপ্সা আঁকে সময়। 


এ কোন বঙ্গদেশ! তোষণ ভরা জমিতে এখন 

বুনো ঘাস জঙ্গলের খস্ খস্। 

সম্প্রদায়ও বুঝে নেয় ধীরে, ব্যবহৃত "বত্রিশ-শতাংশ", 

তিনতলার ছাদ থেকে ছুঁড়ে ফেলে প্রশাসন। 

বিপ্লবের শহরে স্লোগানের ধুলো উড়লেও  

ছুঁড়ে দেওয়া প্রকল্পগুলো ঘুণপোকা হয়ে 

কুরে কুরে খায় - হাড়, মাস, মগজ! 


ভাগ বাটোয়ারা ভরা খাদানের ইচ্ছে ফানুস 

তবু বুমেরাং হয়ে জ্বলে ওঠে বীরভূমে! 

চার ঘর নয়জন পুড়ে, খাঁটি লাশ হলে, 

রাতের অন্ধকার -তাড়িয়ে বেড়ায় গৃহস্থ-মন, 

থ্রি ডি অ্যানিমেশনে ধরা দেয় শ্বাপদের চলাচল, 

ফাইল জমতে থাকে গোয়েন্দা খামে, 

আল্লাহ্ জানে শুধু সবটুকু -

অভিশাপের মত নিশাচরেরা জেগে থাকে -

বগটুই গ্রামে     ।। 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. দর্পণের একটি অনবদ্য প্রচেষ্টা। যে কোনও অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে দর্পণ।

    উত্তরমুছুন