রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিশেষ কবিতা সংকলন




পোস্ট বার দেখা হয়েছে

আগুন রঙা ব্যাথা

দেবলীনা 


ভেবেছো একটা ঘর , দুটো ঘর 

অথবা চার - চারটে ঘর পুড়েছে 

সাথে কিছু জীবিত দেহ 

তারপর পড়ে আছে দগ্ধ বিশ্বাস - মানবতা, 

পোড়া অঙ্গার চতুর্দিকে! 

 

যেখানে কাল ছিল 

দুয়ারে উন্নয়ন - বিনীত সম্প্রীতি

আজ এক আগুন রঙা ব্যাথা

ছড়িয়ে পড়ছে এক চুল্লা থেকে অন্য চুল্লায়

আর দাউদাউ করে শহর জ্বলছে আর জ্বালাচ্ছে !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ