রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিশেষ কবিতা সংকলন




পোস্ট বার দেখা হয়েছে

আমরা মানুষ হতে চাই 

তন্ময় রাণা


কে যেনো মাথায় ঢুকিয়ে দিয়েছিলো 

মানুষ হতে হবেl 

মানুষ হবার নেশায় তাই

ছুটে

চলেছি সেই অদম্যকাল থেকে!


পথ'যে

ততটা মসৃণ নয়,সারাটা পথ

জুড়ে শুধুই 

ষড়-রিপুর আকর্ষিত বিছানো

জাল,

বিপথেই করে চলে আকর্ষণ!


বুকের মাঝে আমি শুধু বোধের প্রদীপ রাখি জ্বেলে

ভালোবাসা ছড়িয়ে যাতে চলার পথে আলোর দিশা মেলেl


বোধটাকে জাগিয়ে রাখা যে

ভীষণ

দরকার প্রকৃত মানুষ হতে গেলেl


নাহলে যে চলতে থাকে নির্বিশেষে

বারুদ বারুদ খেলা!

কোথাও আবার নৃশংস বর্বরতা থাবায়

অকালি চাঁচড়ের ছাই মেখে

পড়ে থাকে

নিকোনো উঠোন একা!


হয়তো ওরাও,

মানুষ হতে চেয়েছিলো একদিন ঝরে যাওয়া দু-চোখ

ছিলো,ওদেরও সে স্বপ্নে রঙিন l 


তবে কি?

ওরা,মানুষ হতে চায়নি কোনোদিনl

ধ্বংস লীলায়

মেতে থেকে এভাবেই রক্তের হলি খেলে যাবে চিরদিন?


ওদের মনে জাগেনি কখনো প্রেমের টান?

পায়নি কি কখনো অনুভাবে  ভালবাসার ঘ্রাণ?


কোনোদিন দিন কি ওরা বলবে না শান্তির পথের হেঁটে,

অমানুষ থেকে

এবার আমরাও যে এবার মানুষ হতে চাই?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ