রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিশেষ কবিতা সংকলন




পোস্ট বার দেখা হয়েছে


ওরা লাশ

দীপশিখা চৌধুরী


এক বসন্ত সন্ধ্যায়

বগটুইয়ে ফুটেছিল শিমুল পলাশ

 হাতে হাত রেখে বলেছিল ওরা

   যদিদং হৃদয়ং তব

    তদিদং হৃদয়ং মম

শুভ দৃষ্টিতে স্বপ্নরা বেঁধেছিল বাসা

নিষ্পাপ যৌবন কত আশা ভালবাসা

বোঝেনি কত ধানে কত চাল

হিংস্রতা কত ভয়াবহ

রাতের অন্ধকারে ফন্দি করে বন্দী করে যারা

      তারা কি মানুষ?

সন্ত্রাসের আগুনে ছাড়খার নিরীহ জীবন

কালো ধোঁয়া কুন্ডলী পাকিয়ে

স্বপ্নরা উড়ে যায় আকাশে

বারুদ বাতাসে লাশের গন্ধ ভাসে

বিবেক মনুষ্যত্ব পুড়ে যায় দ্রোহের আগুনে

 প্রতিবেশী গ্রাম ছেড়ে পাড়ি দেয় অন্য কোনোখানে

মহাকালের মোহনায় আর্তকান্নায় শিমুল পলাশ

       জ্বলে পুড়ে ক্ষতবিক্ষত লাশ।

শুনশান চারদিক মৌণতার সময় এখন

শামুকের খোলশে মানুষ ঘুমিয়ে বারমাস

      জেগে শুধু কলম একাকী বসবাস

         দায় শুধু তার ধিক্কার জানাবার

                ধিক ধিক ধিক্কার 

                 ‌‌ ধিক্কার শতবার।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ