কবিতাগুচ্ছ || কৌশিক গাঙ্গুলি




পোস্ট বার দেখা হয়েছে

"বেঁচে থাকার কবিতা " 


এখনও মাঝে মধ্যে সকালের উনুনের ধোঁয়া কাটিয়ে মাদারির খেলা হয় মফঃস্বলে , এখন দমকা ঝড়ে মশা মরে না তারা জায়গা বদল করে ঐখানে -সেইখানে - এখানে , শীতে বেশ ভিড় হয় স্কুল পড়ুয়াদের ঝিংকাস সার্কাসে , একই খেলা দেখে বারবার মজা পায় বিন্দাস ,খুদে জোকারদের বন্ধু না হয়েও প্রাণভরে হাসে । আমরা এখন জামা পাল্টাতে ওস্তাদ , নানা রঙের জামা - লাল , গেরুয়া ,সবুজ কিংবা সাদা যখন তখন পড়তে পারি , আমাদের বিবেক যদি জামার মতন রকমারি হতো ? 

 অবশ্য অনেকে বিবেক হারিয়ে ধান্দাচারি , সুবিধাবাদী যতো । আমাদের হারুবাবুর শীতে গরম আর গরমে শীত , বর্ষার বৃষ্টির মতন যখন তখন বত্রিশ দাঁতের ছত্রিশ ধরণের হাসি । গেনুপিসি অম্বলের সময় কম্বল চাপায় কুটকুটে , কানা ভিখারী ফাঁটা গলায় গান গায়ঃ প্যায়ার দে.... । দিঘি , পুকুর বুঝিয়ে প্রমোটার বৃন্দ উন্নয়ন করে , আবাসন শিল্প বাড়ে । পরিবেশের উন্নতির জন্য দূষণের পরোয়া না করে গাছ কাটা হয় , ফার্নিচার শিল্পের কাচামাল  সাপ্নাই দেয় দালাল । কাটমানির টাকায় নেতারা টবে ক্যাকটাস এর বাগান করে । আমরা দাঁত কেলিয়ে হে হে করি , খেকুড়ে শকুন চোখ মেরে দাঁড়ায় জলহীন ট্যাঙ্কের ওপর । সময়ের আঁচড় নিয়ে খাদ্যদ্রব্য পাচার হয় সীমান্তে , ভিখারীর কাছ থেকে তোলা নেয় ফুটো মস্তান , নকল ভদ্রতায় আর মিথ্যা প্রতিশ্রুতিতে ভরে যায় সমাজ ,বোধের রক্তক্ষরণে থমকে যাওয়া সভ্যতা কাঁদে ,বারবার ফিরে আসে ভূমিকম্প ।  

===

 "কালিকাপ্রসাদ "


বাবরি চুল মাথা নাড়ে 

মনমাতানো মাটির সুরে , 

গান গাইছেন কালিকাপ্রসাদ । 

তত্ত্বকথা সহজভাবে 

বাউল যেন হাবেভাবে 

করছে মনে প্রেম আবাদ । 

দোহার বা একক গানে 

বাজনা বাজান আপনমনে 

ভালবাসায় সে এক প্রবাদ । 

কালো রাতের নিশির ঘোরে 

প্রান হারালো ঘুমঘোরে , 

সবার প্রিয় কালিকাপ্রসাদ । 

কথায় কথায় লোকগানে 

মানুষ ভাসতো মনের টানে , 

স্বপ্নে আসে , স্মৃতির কোঠায় 

মনের মানুষ শুধু কেঁদে যায় 

কোথায় গেলে কালিকাপ্রসাদ ? 

ভাবন মানুষ গানে , কথায় 

তাকে শুধু মনে করে যায় , 

অঘটনে যে সব বরবাদ । 

বাবরি চুল মাথা নাড়ে 

মন মাতানো মাটির সুরে 

গান গাইতেন কালিকাপ্রসাদ । 

=====

 "ভাল লাগে না "

 

বাতাসে পোড়া গন্ধ 

কিংবা মাটিতে রক্তের দাগ 

আমার ভাল লাগেনা । 

কোন অবৈধ টাকার ভাগ নিয়ে ঝামেলার খবরে ভয় লাগে , 

প্রশাসন অথবা অন্ধকার 

সাধারণের পাশে থাকেনা , 

তাই ভিড়ের মিছিলে একা হেটে যাই আর ফিরি , পরণে ছেঁড়া পোশাক আর কাধে ঝোলা । 

চায়ের দোকান আমার শিক্ষালয় , বিড়ি ও চা আমার নিঃসঙ্গতার সাথী , ভালবাসা । 

কোন রাজনৈতিক দলের শেখানো বুলি আওড়াই না । 

কবিতা লিখি , আপনজন খুঁজি 

বিশ্বাস ,আদর্শ ও সততাকে হারিয়ে যেতে দেখলে কান্না পায়  , গণতন্ত্রকে ধর্ষিত দেখলে রাগ হয় , শব্দ ছুড়ি জনসমুদ্রে একরাশ যন্ত্রণা নিয়ে ,সবাই বিক্রি হয়না , 

বাতাসে পোড়া গন্ধ 

মাটিতে রক্তের দাগ 

আমার ভাল লাগেনা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ