রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিশেষ কবিতা সংকলন




পোস্ট বার দেখা হয়েছে

বিদ্বেষের দাবানল -----

তনুশ্রী মণ্ডল 


সবুজ পাতাবাহারের বুকে জ্বলছে ঘৃণার আগুন ..

ঝলসে উঠেছে লাশের পাহাড় ,

এই কি সেই সভ্যতা ?

যেখানে সাধারণ মানুষকেই দিতে হয় বলিদান !

পোড়া গন্ধগুলো এখনও বিলীন হয়ে যায় নি -

শুধুই লোপাট হয়ে গেছে 

কয়েকটা 

ঝলসানো

শরীর..।

হতভাগ্য দেশে এতোটুকুও কার্পণ্য নেই হিংসার  ,

মানুষ মানুষকেই কুপিয়ে হত্যা করে শেষে ...

অগ্নিকাণ্ড !

ধংস 

গ্রাম হতে

শহর

নষ্ট জীবনের শেষ সম্বল । 

জীবনের মূল্য কি কমে গেছে ?

আঁধার বুকে উঁকি দেয় দানবের বিকট সাদা একপাটি দাঁত ..

চরম বিপর্যস্ত 

অন্তহীন দারিদ্রতা, 

তবুও..

মৃত্যুর লেলিহান 

শিখা ।

চিরটা কাল শুনে এসেছি দুর্বলের উপর সবলের অত্যাচার 

আজ বোধহয়..

চাক্ষুষ 

দর্শন। 

কোথায় যাবে মানুষ ?

নিরাপদ আশ্রয় খোঁজে

মাতৃজঠর ,

সুবিচারের আশায় -

আদালতের চৌকাঠেই

মিলিয়ে যায় কখনো কখনো শেষ পদচিহ্ন !

প্রতিবারই ন্যায় দণ্ডের 

হয়

স্খলন। 

সুন্দর সভ্যতার চাবিকাঠি হারিয়ে গেছে লোভ আর লালসার দাবানলে , 

পড়ে আছে এখন শুধু..

একমুঠো ছাই !!


তবুও..

এ পোড়া মন ছুটে চলে সত্য ও ন্যায়ের পথে ..

ভুলে যায় সে ,

সততা অনেক আগেই বিক্রি 

হয়ে গেছে

মিথ্যাচারীর 

বুক 

পকেটে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ