রামপুরহাট গণহত্যার প্রতিবাদে বিশেষ কবিতা সংকলন




পোস্ট বার দেখা হয়েছে

মানুষেরা আজ জাগো

পিন্টু বেতাল


ভায়ের মায়ের কান্না বিফলে, অবোধ শিশুও চিতায়! 

ওই যারা পেল উল্লাসে ধন, জন্ম- ক'খানা পিতায়!!

আরো কিছু আছে শকুন, শুয়োর, হায়েনাদেরও বাপ-

'শান্তি' ওদের সৎ হবে কেউ! নয়তো, ওরা শান্তির পাপ!

বিস্তারিত নাই বা হলো! এ শান্তি বা সে শান্তি- সবই করুণ,

ঘরে ঘরে আজি নষ্ট শান্তি, নাকের ডগায় নরুন।

ধরে নিই যদি- এটাই আগুন, বারুদ তবে ঐ হোতায়,

জ্বলন্ত চিতা আঁধারে খুঁজেছে- "শান্তি" তুমি হায় কোথায়?


লাশগুলো শুধু, কালো সে সকালে- কঠিন সত্যে প্রকট….


"শান্তির মা ঘুমিয়ে শ্মশানে, শান্তির বাপ্ চাঁড়াল,

 আগুন বারুদ লাশের গন্ধে- শান্তির তাই আকাল,

 রক্তও যত শুকিয়ে বাতাসে- প্রতিবাদে ঝড় তোলে,

 ওই যারা পেলো ইন্ধনে- সুখ! সবই শান্তির ছেলে।"


সভ্য যাহারা, বুঝিলে অর্থ, ধিক্কারের আজি জাগো–

শান্তির বাণী কাঁদিছে অতলে, চিতার বিচার মাগো।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ