দর্পণ || কবিতাগুচ্ছ || শুভ্রা ভট্টাচার্য




পোস্ট বার দেখা হয়েছে

সাহিত্য দূষণ


কাব্যমালার পরতে পরতে সাহিত্যদূষণ
দেখি গজিয়ে ওঠা কবিদের বড্ড তোষণ,
কবিতারা নগ্ন বিকিকিনির বাজারী ধন
ইতিবাচক ভাবনা ছাপিয়ে নেতিবাচক মন।
আধুনিকতার নামে সাহিত্যে অবমূল্যায়ন
কবিতায় প্রতিনিয়ত ঘটে চলে ভাষাদূষণ,
মন নয়,শুধু চুলচেরা শারীরিক বিশ্লেষণ,
তা সে হোক না ঘটনা প্রেম কিংবা ধর্ষণ,
তাদের আর যাই বলুক না এ অন্তর মন
কলমচি বলে না করি মিছে আস্ফালন!
সস্তার পাবলিসিটি,সৃষ্টির অসম্মান নিদারুণ
আলগা মননে পাঠক বলে "দারুন দারুন"।
কিন্তু তাতে হলোই বা কতক ক্ষতিগ্রস্ত মন!
কিম্বা বাড়লো না হয় কিছু সামাজিক দূষণ!
সে সব নিয়ে ভাববার নেইতো কারণ বারণ
আলগা স্রোতেই ভাসমান এই ক্ষণজীবন।।
                   


 সমতা চাই

সমময়দানে নারী এখনও পুরুষের অধীন
নারীর লড়াই পুরুষ অপেক্ষা দুরূহ-কঠিন,
এ সত্যটি সমাজ-সংসারে হোক স্বীকৃত 
সেইদিন হতে নারীদিবস কথাটি বিলুপ্ত।              
সৃষ্টিকর্তার ইচ্ছায় মোরা সর্বংসহা নারী
প্রয়োজনে সব্যসাচী দশভুজা রূপধারি,
ঘরকন্না মাতৃত্ব সবেতেই সাবলীল নারী
ভূকর্ষণ হতে যুদ্ধবিমান চালানোও পারি।
সর্বত্র স্বদক্ষতায় আত্ম ক্ষমতায়ন গড়ি
সম্মান রক্ষার্থে স্বাধীকারে একত্রে লড়ি,
আমরা ছাড়া সমাজ সংসার অচল স্থবির
তবুও দ্বিতীয়শ্রেণীর তকমায় আনত শির!!
                        


 মানবতার খোঁজে

অসাম্য বৈষম্য নয়, এবার সাম্য চাই
লিঙ্গ বর্ণ জাত ধর্মের উর্ধ্বে বাঁচতে চাই
ধনী দরিদ্রের অসমতার দূরীকরণ চাই
সংরক্ষণ নয়,মেধার যথার্থ মূল্যায়ন চাই
কাস্ট-সুবিধা কেন উচ্চবেতনভোগী পায়
জাতের নামে বজ্জাতি কোনো দেশে নাই
প্রতিবাদী কণ্ঠ এবার জোরালো হওয়া চাই
চলো,বিশ্বজুড়ে"মানবতা"ধর্মের খোঁজে যাই।



প্রতিবাদ চাই

প্রতিবাদের ভাষা হোক সদা বিশ্বজনীন
ভুল বুঝে কেহ ভাবতে পারে আত্মজনীন,
দোষারোপে বলুক ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ
তবু সতত কি চাওয়া জানুক শুধু মন গহন।
কে কতটা করলো দোষ তা নিয়ে প্রাণ মত্ত
গুণাবলী দেখার চোখটির কৃপণতা যত্ত,
আত্মসমালোচনায় নয়, ভুলেরা যতনে রয়
ইগোর বাতাবরণে নকল যুদ্ধ করি জয়।
সসম্মানে প্রতিবাদ ইতিবাচক ভাব জাগায়
অটুট সখ্যতায় সংশোধনের সুযোগ পায়
সর্ব কল্যাণে অন্যায়রা প্রতিবাদে হয় ব্যক্ত
আত্মজনে শোধন করে বিবেক জাত সত্য।।



 তবু খুঁজি সুখ

বাড়ছে বয়স তবু চেনা অচেনা ভুল
বিকিকিনিতে বিষাক্ত ওই মন-ফুল,
ছাড়েনা কেউ কারু জায়গা একচুল
জীবনভোর দিয়ে যাই ভুলের মাসুল,
ঠেকে ঠকে নব শিক্ষায় প্রাণ আকুল
খুঁজতে সুখ, মুছি হৃদয়ের কালি ঝুল,
সততা মানবতা ভর করে সাহসী চলন
নিষ্পাপ হাসির মাঝেই হৃদয় অবগাহন,
নিঃস্বার্থ সেবাদানে নেতিবাচকের দহন
আত্মশক্তিতে ইতিবাচকশক্তির জাগরণ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ