কবি নবারুণ ভট্টাচার্য'র উদ্দেশ্যে ~ পিয়াংকী




পোস্ট বার দেখা হয়েছে

কবি নবারুণ ভট্টাচার্য'র উদ্দেশ্যে 

তর্জনী ও তিনি

পিয়াংকী


কাল সারাদিন একটা মুঠোহাত ছুটেছে তাঁর  সাথে সাথে 

ট্রামে বাসে ট্রেনে এমনকি খালি পায়ের পিচের রাস্তাতেও 


বৃন্ত উপড়ে ফেলার আগে আক্রমণ আসেই   

শক্তির পরীক্ষা হয় 


পেছনে তাকানো ওঁর  বরাবরের অভ্যেস 


যুদ্ধের আগেই তাই আমি লুকিয়ে পড়েছি ভিড়ের ভিতর 

সেজে নিয়েছি নক্ষত্র আর শালুকফুলে 


অন্ধকার টাঙানো থাকে তাঁর  কোমর থেকে পা অবধি, বরাবরই  

অথচ আদিকাল থেকে সূক্ষ্মতায় সূর্যের অবাধ চলাচল 


তিনি...

আঙুল ডুবিয়ে নিচ্ছেন ঠান্ডা জলে 

তিনি...

পুড়িয়ে ফেলছেন যাবতীয় অঙ্গ  


অসহায় শাড়ি নিজেকে বেঁটে  ভাবে না কোনদিন

তাই আমিও একই লাইনে, সম্পূর্ণ  একা 


খোলা মাঠ। অবাধ যাতায়াত। 


নিজেকে শুকিয়ে নেবার  জন্য বাঁশদড়ি নয়  ...

নগ্ন অঞ্চল আর একটিমাত্র  তর্জনী চাই আমার 


হে কবি, আমায় একটি তর্জনী দান করুন প্রিয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ