দর্পণ || কবিতাগুচ্ছ ~ নীল মিত্র




পোস্ট বার দেখা হয়েছে

ঘুম এলোনা কাল রাতে 

জানি না কেন ঘুম এলোনা কাল রাতে।
হয় তো তার যন্ত্রণা অনুভব করে পারিনি কাল ঘুমাতে।।
কতো রাত আমিও তো জেগে কাটিয়েছি আগে। 
কৌ তখন তো সে জাগেনি আমার সাথে।। 

কোনো ফাঁকি তো ছিল না আমার ভালোবাসাতে।
তবু কেনো তোমার মন পারোনি আটকাতে?
ছুটে বেরিয়েছ নতুন নতুন পথে।। 

ভালোবাসার চিহ্ন তুমিও পেয়েছ অনেকের কাছেতে। 
তবে আজ প্রতিবাদের ভাষা কেনো তোমার মুখেতে? 
ভালোবাসা পাওয়ার অধিকার আমারও তো আছে। 
দেখোই না কজন পারে আমাকেও ভালোবাসতে।। 

যখন দুই জনের হিসেবটা সমান হয়ে যাবে। 
সেই দিন আবার ফিরবো আমি তোমার কাছেতে।। 
একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখবো পৃথিবীটাকে। 
কোনো অভিযোগ থাকবে না তখন আমাদের মাঝে।।

___^^__^^___

 এমনই হয় ভালোবাসা 

কাউকে মনে করা সব সময়।
এমনই হয় ভালোবাসা।।
কেউ বুঝতে পারেনা তাকে মনেতে নিয়ে।
কাটাই একজন যে সব সময়।।
কারোর প্রোফাইল রোজ দেখা।
তার দেখা ছবিগুলো বার বার দেখা।।
সে থাকে ব্যস্ত সব সময়।
আর একজন থাকে তারই অপেক্ষায়।।

কখনও যদি তার একটা ম্যাসেজ পায়।
খুব খুশি হয় একজন সব সময়।।
তোমাকে কেউ খুব চায়।
বুঝতে দেয় না কোনো সময়।।
রোজ তার অজান্তেই তার প্রোফাইল দেখে একজন।
রোজ তার কথা ভেবেই কাটায় একজন।।

ভালোবাসা প্রকাশ করেনা তার কাছে।
কিন্তু বাঁচতে পারে না তাকে না দেখে।।
কখনো মন খারাপ হলে কাছে পায় তাকে কল্পনাতে।
কবিতার ভাষাতে রেখে দেয় তোমাকে ভালোবাসাতে।।
---**---**---

আমি খুঁজি তোমার আঁচল 

হতে পারি আমি বাইরে থেকে খুব কঠিন,
তাই বলে ধরে নিও না মনটাও পাথর সমান।
আমিও কাঁদি কষ্ট পাই যখন,
সেই কান্না দেখতে দেই না, পুরুষটা যে কারণ।
তাই বলে ভেবো না কষ্ট পায় না আমার মন,
বিচলিত হয় সেও তুমি অবহেলা করো যখন।
আমি সবার ভালো চাই, তাই যন্ত্রনাকে করি অন্তরবন্ধণ,
মন পাখিটার ডানা কেটে উড়তে দেই না তখন।
তোমাকে ভালো রাখার করেছি আমি পণ,
কিন্তু মাঝে মাঝে আমিও খুঁজে পাই না নিজেকে ভালো রাখার কারণ।
চোখের জলে বালিস ভেজাই আমি যখন,
তোমার কোল আর আঁচলটা খুঁজতে থাকি তখন।
যদি জীবনটা হতো একটু অন্যরকম,
সেই আশাটা আমার মনেও আসে তখন।
তুমি আর আমি ভালোবাসার ঘর যদি গড়তে পারতাম,
মহা সুখে সেখানে থাকতাম আমরা দুজন।
নিয়তির খেলা বোঝা সম্ভব হয়না যখন,
বিষ পান করে নীলকন্ঠ হয়ে যাই আমি তখন।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ