দর্পণ || কবিতাগুচ্ছ ~ কৃষ্ণা সিং বেরা




পোস্ট বার দেখা হয়েছে

তবু যাচনা


এক দুর্বার অসহিষ্ণুতা বহমান 

নিভৃতে মনের যাঁতাকলে

চলছে নিরন্তর পেশাই বহুকাল জমে থাকা

বেহিসেবী বোঝাপড়ার, ব্যর্থতার আপশোস যতো

একত্রে দল বাঁধে ইচ্ছের ঘরে

আজ এক পরিণামের খেলা সুখ দুঃখের কালঘরে

আমি নির্বাক দর্শক মাত্র-

নিভৃতে অপেক্ষারত একটি সিদ্ধান্তের, প্রার্থনায়-

জীবন সন্ধিক্ষণে কতোটা জয়ী আমি 

কতোটাই বা ঘটেছে পরাজয়!

স্মৃতিচারণে স্বচ্ছতা জাগে আপন মননে

যা দিয়েছি তা উজার করে নিঃসংকোচে,স্বার্থহীনতায়

অবশিষ্ট প্রাপ্তিযোগকালে অনাদর অবহেলাই সঙ্গী

এ যেন কালক্রমের নিয়মিতার গন্ডি

আপনারে আপনভাবে বিলীন করেছি শুধু 

আপনত্বই হারিয়েছে কেবল রেখে দিয়ে স্মৃতি অতীতের চেনা দ্বারে তবু জেগে থাকে চোখ অপলকে প্রত্যাশার মৃত্যু হয় না! আমি শিখেছি হতে সর্বহারা।

**--**---**

 ইচ্ছুক 


ইচ্ছে করে-

ইচ্ছে করেই হারিয়ে যাই বহুদূর

তেপান্তরের মাঠ পেরিয়ে কোন সে সমুদ্দুর

নীল আকাশে ভাসাই ডানা মেঘেদের ভিড়ে

হঠাৎ ঝড়ে দিকভ্রান্তে অজ্ঞাত নদীর তীরে।


ইচ্ছে করে-

ইচ্ছে করেই লুকাই আঁধার পথে

বনের মাঝে ঝোপের কোণে তারাদের কক্ষপথে

জোনাক যেখানে হারিয়ে ফেলে ছোট্ট সুখের ঘর

অমানিসার তিমির কালোয় বুক চাপা হাহাকার 

দুশ্চিন্তায় খোঁজ করো কী ভুলে থাকো আমারে


ইচ্ছে করে-

ইচ্ছে করেই নীরবতায় মুখ ঢাকি

মনের যতো গহীন কথা নিঃশব্দে চোখে আঁকি

স্তব্ধতাকে আঁকড়ে ধরে মনের মানুষ খুঁজে ফিরি

শূন্যতায় কোন মন কেঁদে যায় সন্ধান করি তার-ই


ইচ্ছে করে-

ইচ্ছে করেই পরখ করে জানি

মুখোশ ঢাকা সংসারে যে আসল তা কোনখানি

কোন সে মন সত্যি মনের কোনটি নেহাত অভিনয় 

প্রকৃত কী কেউ আমার আপন এই মিথ্যের দুনিয়ায়!


ইচ্ছে করে-

ইচ্ছে করেই ঠিকানা হারায় বাঁচি

প্রয়োজন বা প্রিয়জন এই সত্যটারে যাচি

আমি-হারায় আসে যদি চোখের কোণে জল

শূন্যস্থানে স্মৃতির ভাষায় ভালোবাসা অতল

**---****----**


একটু প্রত্যাশা 

        

যদি দেখা না হয় প্রতিদিন 

যদি মনে না আসে এই নাম

যদি অকারণেই যাও ভুলে 

যদি খেয়ালে মাতো অবিরাম


হঠাৎ এক নিবিড় ঘন সন্ধ্যায় 

হঠাৎ এক উষ্ণ বৃষ্টিচ্ছায়ে

হঠাৎ এক মন খারাপী সুরে

হঠাৎ যদি একটু মনে পড়ে


নাই বা থাকলো কোন অনুতাপ 

নাই বা ঝড়লো চোখে কান্নারা

নাই বা মনে দিলো আলোড়ন 

নাই বা হঠাৎ যদি পিছুটান-


তবু রেখো একমুঠো স্মৃতিসুখ

তবু দিও পুরাতন ব্যথাভার

তবু অনিচ্ছায় কখনো কাছে এসো

তবু নাই বা হঠাৎ যদি ভালোবাসো!

__^^__^^__


 অবশিষ্ট সময় 


চিন্তন আজ স্তব্ধ-

অযাচিত সম্যক ভাবনায় অস্থির চিত্ত

স্বয়ং সুখের অবিন্যস্ত প্রত্যাশা সর্বক্ষণে বিস্তৃত 

বিশ্ময় সীমাবদ্ধ বিশ্বায়ণের দরবারে চুপিসারে বন্দি

কিছু অগোছালো ভাবনা সর্বদা অস্থিরতায় উন্মাদ- 

শতাব্দীর কালচক্রের বিষাক্ততা কুঁড়ে কুঁড়ে খায়

অবশিষ্ট যা কিছু সুখপ্রাপ্তির রেশ!

নির্বাক অচল আমি একাগ্রে দর্শক চলমান মঞ্চায়ণে

নিছক গঞ্জনার হীনতা রোষানলের তীব্র আস্ফালন 

ধীরে ধীরে ক্ষয়প্রাপ্তের পথে শতাব্দীর সৌন্দর্য মহিমা 

এ এক নিদারুণ যন্ত্রণা! 

সূক্ষ্ম কীটের মতো অপেক্ষারত একটি পদস্খলনের

বিরাট বিশ্বের চলমান নিয়মতন্ত্রে অঙ্গুলি হেলনের- নেই অধিকার! অক্ষম আমি শুধু ভাবনাই সার!

পরিবর্তনের প্রত্যাশায় দেখি সুন্দরতার প্রতিচ্ছবি 

আগামীর প্রার্থনা সকল শুভময় প্রতিটি ভঙ্গুর হৃদয়ে।

 ****-----***----****

 নবজাগরণ 


এক স্তব্ধ বিষণ্ণতা ছায়িত দ্বিগ্বিদিক

অস্তিভস্ম উড়ে চলে শতাব্দীর কালচক্রে

নির্মম নিষ্ঠুরতার দাগ-

অহংনাশী অহংকারী সত্তার বিজয় প্রার্থনা!

বাকরুদ্ধ বিবেকবাণী।

বিতৃষ্ণার রক্তস্রোত ধাবমান সৌন্দর্য বিরোধে

এক প্রতিযোগিতা- ধ্বংসলীলার উন্মত্ত অভিযান।

সহজাত শক্তিরূপী দানবীয় উৎকন্ঠা!

আপন মাধুর্যতা পরিহাসে বরণ করেছে প্রতিহিংসা 

শোক শুধু বেদনাগ্রস্ত চর্তুদশীর অমৃতসুধা।

আপ্রাণ প্রচেষ্টা আদিম প্রবৃত্তিরে বাঁচানোর, দীর্ঘশ্বাস! সর্বহারা অশান্ত স্থিত মননে ব্যর্থ প্রেরণার ক্ষুদ্র প্রয়াস

অবগাহনে নিমজ্জিত হয়ে এতটুকু বাঁচার লড়াই

সুখস্বাদ কুঁড়ে কুঁড়ে খায় আগামীর কালসংকেত!

মৌনতাই শ্রেয়,নির্বাক ইচ্ছেরা চায় অর্তকিত প্রতিবাদ

আবারও পরিহাস, অনুপায় আত্মিকতা জেগে ওঠে।

বিশ্বায়ণ মেতেছে যেন মৃত্যুর আয়োজনে।

মর্মব্যথী বেদনা বাঁচে শান্তির আর্বতনে।

জেগে থাকে প্রত্যাশা। একদিন-

কোনও একদিন আবার জাগবে নৈসর্গিক সুখ

ভালোবাসা আর শুভকামনায় জ্বলে উঠবে দ্বীপ 

রচিত হবে উপন্যাস নতুন শতাব্দীর 

শান্তি আর ভালোবাসা স্নিগ্ধতার সুখে

জগৎ সাজবে আবার প্রত্যাশার দীপ প্রজ্বলনে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ