দর্পণ | নির্বাচিত সাপ্তাহিক কবিতা কোলাজ




পোস্ট বার দেখা হয়েছে



মাছ শিকার

মুরশাদ সুবহানী


রিভেরা  নদীর উপকূলে এসে দাঁড়ালাম

তখনও সন্ধ্যা আসেনি ‘ ‘মন্দ মন্থরে’’

পাখিদের  আনা গোনা থামেনি।

জলের উপরে তীক্ষ্ণ চোখ রেখে  ঘুরছে সীগাল

মাছ নিয়ে  নীড়ে ফেরার আশায়।

লোকালয় এড়িয়ে  দূরে জলে চোখ নিবব্ধ  করে  বসে আছে এক বক

, জলে ড্রাইভ দিলো  সীগাল ছলকে উঠল জল।

আটকাতে পারেনি কোন মাছ

চুপ করে বসে থাকা বক ঠোঁটে মাছ নিয়ে উড়ে গেল।

সীগাল আর বকের  মাছ শিকারে দৃশ্য দেখতে দেখতে

নদীর ওপারে দিগন্তে  সন্ধ্যা নেমে এলো  ‘‘ মন্দ মন্থরে’‘

আঁধার পেরিয়ে

কৃষ্ণা গুহ


নিয়নের আলো মেখে মৌন মেয়েটি দাঁড়িয়েছে একা, শহরের রাস্তায় 

সাঁঝ বেলায়!!

আঁধার দীর্ঘ হয় ক্লান্ত পায়ে ফিরে যেতে হয়,

বিকোয় না শরীর!!

ঘরময় ওষুধের গন্ধ অক্সিমিটার,থার্মোমিটার অক্সিজেন,খন্ডদিন

 বন্দিত্ব যাপন।


দুচোখ ভরে মায়াবী স্বপ্ন,

কবে হবে রোগমুক্ত দিন?

স্মৃতির টুকরো ভেসে আসে মেঘে-----

জুঁই বেল কামিনীর সুবাস'রা জেগে থাকে প্রাণে।


শহর ছুঁয়ে আছে মৌনতায়,অনন্ত জীবনের ছায়ায় মানুষ গড়ছে নিজস্ব ভুবন!!

রঙিন জ্যোৎস্নায় জ্বলে উঠবে কবে আলোর রোশনাই?

চাঁদের উপত্যকায় জ্যোৎস্নার জলপ্রপাত

অসীম দাস 


সকাল বলেছিল , 

সূর্যের বাগানে সাতরঙা রথে চড়িয়ে 

ক্লোরোফিলের সবুজ জন্মকথা শোনাবে ।

আমি বলেছিলাম 

-- আমার তো পুরো জন্ম শেষ হয়নি এখনও 

আমি কি বুঝবো ?

সকাল হাই তুলে ঘুমিয়ে পড়েছিল দুপুর ছায়ায় ।


 দুপুর এগিয়ে এলো আমার দিকে , বলল 

-- ওই যে দেখছো খন্ড খন্ড সাদা মেঘ ,

ওরাই একদিন চাতক প্রতিভার ছোঁয়ায় 

শস্যের শীষে সমবেত দুগ্ধ জাতক হবে ।

আমি বললাম 

-- জন্মাতে জন্মাতে ক্লান্ত হয়ে পড়েছি 

রক্তের গন্ধে দম বন্ধ হয়ে আসছে ,

আমি কি আর জন্মাতে পারব !

দুপুর মিলিয়ে গেল শেষ অন্ধকারে ।


শেষ শব্দের পরে আর কোনও শব্দ নেই ।

শুরুর সপ্তসুরে জেগে উঠল পৃথিবীর সমস্ত কোকিল ,

সপ্তডিঙ্গা মধুকরের আনন্দ ঢেউ এ 

তখন চাঁদের উপত্যকায় জ্যোৎস্নার জলপ্রপাত ।

  The Evening Path

Maria Ciobotariu

Country Romania


Don't ask me if it's night or day

In the soul you can hear the yearning stirring

I gather our love from afar

And the thought wanders with the dreams in the night.


With us the seasons came alive

We are like two stars hidden in the sea

Brought ashore by waves and storms

To light the way in the evening.


There is still a season between us

Where the rains bloom and the seagulls fly

And the roses in secret open

And everything I wanted with you started.


From lights and shadows I wove words

And I fulfilled every night's dream in the mornings

Making a love a magical bridge

Through which we pass overwhelmed by nostalgia.

আমাদের কুড়ী

সৌরভ যাদব


লখনামারা পাহাড় থেকে ঝুলন মাঝি গলা তুলে গর্ব ভরে বলল, 'ও.... বাবু .... শুনেছিস!

আমাদের বেটি আজ রাণী হয়েছে রে,

এ দ্যাশটোর রাণী।'

আমরা লক্ষণরেখা পার করেছি,

 আমাদের কুড়ী  আজ  চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে,

আমরাও পারি.....

আজ আমাদের খুশির সীমা লায়,

মাদলের সুর আনন্দে উছলায়,

আমাদের কুড়ী পৌঁছে গিয়েছে কন্যা কুমারী থেকে হিমালয়!!


আমাদের দুঃখ কষ্টের দিন শেষ, 

আর আমাদের ঠকতে হবে না,

 বলতে হবে না, 'একবার বিশ বল ,মুড়োল!'


আজ আমরা অধিকারটুকু বুঝে নেবো,

অধিকারটুকু ফিরে পাব ।


তোরা শুধুই আমাদের বোকা বলিস,

 অবহেলা করিস,

কিন্তু তোরা কি জানিস?

সেদিন ভগনাডিহিতে 'শালগিরার ডাক' কারা দিয়েছিল?

কারা প্রথম ডাগর ডোগর মুক্তির স্বপ্ন দেখিয়েছিল ?

কারা সেদিন ' উলগুলান' বলে রব তুলেছিল?

উত্তরগুলো জড়ো করিস, দেখবি,

 একটাই শব্দ খুঁজে পাবি , 'আদিবাসী '!


আমরা পাহাড়ের সঙ্গে লড়েছি, 

আমরা মাটির সঙ্গে লড়েছি,

আমরা নরপিশাচদের সঙ্গে লড়েছি,

আমরা আগুনের সঙ্গে লড়েছি ,

আজ আমাদের সাফল্য ধরা দিয়েছে.....


সিধু কানুর স্বপ্নকে জড়ো করে ,

আমাদের বেটি আমাদের কুড়ী ,

প্রস্ফুটিত করে সাম্রাজ্যকে মাতোয়ারা করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ