২২ শে শ্রাবণ শ্রদ্ধার্ঘ্য || পর্ব - ৯




পোস্ট বার দেখা হয়েছে

 ভালোবাসার অঙ্গন 

ডা এ এম আসিফ রহিম 


নিমগ্ন নিবিষ্টতায় পাহাড়ী সবুজে 

তুমি ছিলে সমুদ্রের মত প্রবহমান অথচ গর্জে উঠা স্রোতস্বিনী! 

চেতনার গভীরে ডুব দিয়ে অনায়াসে তুলে আনতে 

এক এক কবিতা সুরেলা আওয়াজে...। 

এখানে এখন মধ্যরাতের ঝুম নীরবতা ঝলসে উঠা চাঁদে ---

কেউ হয় না আর তোমার মত মন্দাকিনী। 

আছে বাধঁনহীন অবাধ জীবনের করিডোরে বুকের রক্তের আচড়ে আকা ছবি, 

কঠিন নিয়মের বেড়াজাল ছিন্ন করে ব্রাক্ষ ভাবে নিভৃত আকাশে জুড়িয়েছে মনের জ্বালা 

গীতাঞ্জলির অমিয় সাহসে ইংরেজি অনুবাদে নোবেল বিজয়ী এই কবি

কখনো প্রেমে গদগদ হয়ে গানের সুরে নিবেদিত সময়ের কাছে গেয়েছেন বিচ্ছেদের মালা। 

অহিংস রাতের অন্তরে দেখেছেন মানবতার সৃজনশীল 

কষ্টের অস্তিত্ব, 

বৃষ্টিভেজা আনন্দে হার না মানা সুখ নৃত্যের তালে 

সাহিত্যের শাখায় বিশাল আবেগি অনুভবে বিস্তার করেছেন নৈকট্যের রাজত্ব 

সম্মোহনী আকর্ষণের জৈবিক অনুরাগের বজরা চড়ে নদীর হাওয়ায়  দুলেছেন  খেয়ার পালে। 

আজ শ্রাবণের বারিধারায়  রবীন্দ্রনাথের প্র‍য়ান দিবসে, 

সব নীচতা দূর করে এসো মিলি প্রানের বন্ধনে 

নির্মল শুদ্ধাচারে নিহত মনের অহর্নিশ উপহাসে 

একনিষ্ঠ একাকিত্বে গভীর মায়ায় ভালবাসার এই অঙ্গনে।

====

বিদায় তিথি 

নীলাঞ্জনা ভৌমিক

   

বিশ্ববরেণ্য কবির বিদায় তিথি-

আজ আর কেউ মনে রাখে না।

কবিদের মিছিল এখন সবত্র

ডিজিটাল সাহিত্যের যুগে ঘটেছে

প্রকৃত রেখাপাতের অন্তর্জলি যাত্রা। 

কেউ হয়তো ভাবছেন এ কি কথা !

আমাদের মধ্যে কি কিছুই নেই ?

আছে সব আছে- কবিতা আছে,গল্প আছে 

আছে নিত্যদিনের ঘরকন্যার কথা।

আকাশ আছে, বাতাস আছে,পাখি আছে ফুল আছে।

সবইতো আছে , কি নেই তবে ?

আবেগ আছে প্রেম নেই, পাখি আছে গান নেই

ফুল আছে গন্ধ নেই , লেখা আছে সাহিত্য নেই।

শ্রাবণ আছে বৃষ্টি নেই ,পাতাঝরা আছে শীত নেই

উদ্যামতা আছে স্নিগ্ধতা নেই,আলো আছে প্রদীপ নেই।

তবুও তুমি আমাদের কবি! প্রতিদিন সূর্য ওঠার মতো

রয়ে গেছ নিঃসঙ্গ জীবনের আনন্দধারা হয়ে।

====

 রবীন্দ্রনাথ 

অভিজিৎ দত্ত 


রবীন্দ্রনাথ, তুমি সত্যিই ছিলে 

এক বিষ্ময়কর প্রতিভা 

গান,নাটক, লেখা,ছবি ও কবিতা

সবেতেই ছিল তোমার 

বিষ্ময়কর প্রতিভার ছোঁয়া।


তুমি ছিলে বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক 

তুমি ভীষণ ভালোবাসতে প্রকৃতিকে 

চেয়েছিলে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য 

করে আমাদের গড়ে তুলতে। 


তুমি বুঝেছিলে নগর সভ‍্যতার 

ভয়াবহ পরিণামের  কথা 

তাই তো বলেছিলে,দাও ফিরে সে  অরণ্য 

লহ এ নগর।


তুমি ছিলে ভারত তথা এশিয়ার 

প্রথম নোবেল বিজেতা 

বিশ্বভারতী,শান্তিনিকেতন সহ

অনেক কিছুরই প্রতিষ্ঠাতা। 


তুমি আমাদের আশা ও ভরসা 

তোমার গান  ও লেখা থেকেই পাই

জীবনে এগিয়ে চলার প্রেরণা।

=====

বাইশে শ্রাবণ

(রবীন্দ্র প্রয়াণ স্মরণে)

শংকর ব্রহ্ম


           আজ বাইশে শ্রাবণ, কি করি এখন?

নদী পাহাড় কি বন কিংবা শান্তিনিকেতন        

কোথাও আর তাকে খুঁজে পাবে না এখন,

আমার জন্মাবার আগেই,যার হয়েছে মরণ

অনেক আগেই হারিয়ে গেছে যে আপনজন,

             তার কথা মনে মনে ভাবি সারাক্ষণ।


কে বলে আজ তুমি নেই? তুমি নেই 

          ভাবলেই বুকের ভিতর শূন্য হয়ে যায়,

আমি দেখি তুমি আছো পাতায় পাতায়

       আছ তুমি শিশিরের জলে, অশ্রুকণায়

তুমি আছো বলে হয় প্রভাতের সূর্য উদয়

 আছো তুমি পূর্ণ-হৃদয় জুড়ে কণায় কণায়

মায়ার বন্ধনে আছো তুমি  সকালে সন্ধ্যায়।

তুমি নেই ভাবলেই বুকের ভিতর 

                                   শূন্য খাঁ খাঁ হয়ে যায়

সাথে থাকো বলে তুমি সকালে সন্ধ্যায়,

প্রাণ মন পরিপূর্ণ হয়ে রয়,

কখনও গল্প পড়ি,শুনি কবিতা কিংবা গান

তুমিই তো বেঁচে থাকার অনন্ত প্রেরণা,

        বুকের ভিতরে থাকা উজ্জীবিত প্রাণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ