চেতনার কবি ~ চৈতি চক্রবর্তী




পোস্ট বার দেখা হয়েছে

চেতনার কবি

চৈতি চক্রবর্তী 


নজরুল আমাদের চেতনার কবি। বিদ্রোহের আগুন তিনিই জ্বালিয়ে যুবাশক্তিকে আহ্বান জানিয়ে গেছেন বারবার। প্রতিবাদী কন্ঠস্বরে বার বার বলেছেন 

"কারার ওই লৌহ কপাট

ভেঙে ফেল কর রে লোপাট-----"

যুবাশক্তিকে বার বার উৎসাহিত করেছেন

জাগবার জন্যে। 


শুধু তাই নয় যখন তিনি ভক্তিরসে ডুবেছেন

লিখেছেন কত শত শ্যামাসঙ্গীত। মায়ের আহ্বান করেছেন। 

"কালো মেয়ের পায়ের তলায়

দেখে যা আলোর নাচন"।


জাতি ধর্মের বিভেদে তাঁর রুচি কখনোই ছিলো না। তিনি সব ধর্মেই বিচরণ করে নিজের মত প্রকাশ করেছেন

"হিন্দু না ওরা মুসলিম 

ওই জিজ্ঞাসে কোন জন?"


প্রচণ্ড দারিদ্রতার মধ্যে থাকলেও সঙ্গীতকে

ভালোবেসে নানা রাগ রাগিনীর গান লিখে অঞ্জলি দিয়ে বলে গেছেন

"অঞ্জলি লহ মোর সঙ্গীতে "।


দেশকে ভালোবেসে সকলকে সাবধান করে গেছেন

"দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে

---------যাত্রীরা হুঁশিয়ার"।


তিনি সর্বস্তরের মানুষের কবি ছিলেন আছেন থাকবেন। বাঙালির চেতনায় চিরকাল জাগ্রতমান নজরুল। তোমায় প্রণাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ