একান্নবর্তী ~ বন্যা ব্যানার্জী




পোস্ট বার দেখা হয়েছে

একান্নবর্তী

বন্যা ব্যানার্জী 


অন্ধকার চিরে চিরে মে মেয়ে টা রোজ আলো হয়ে ওঠে

তার সলতে পোড়া বুকে আজ অক্ষরের ঘ্রাণ।

এইমাত্র কবিতা পাঠ করে কবি কিছু টা আগুন  খেলেন।আরো ভালো কবিতা লেখার জন্য   ভালো জায়গাটা হন্যে হয়ে খুঁজে চললেন ভাষাদের আস্তানায়।

বছরের ঠিক এমনই দিনে সেই অন্ধ ভিখিরি শহীদ বেদী মূলে প্রদীপ রেখে আসেন ভিক্ষা বন্ধ রেখে!  

অভিমানী মা চোখের জল মুছে ভাত বেড়ে দেন।আর

একুশের আত্মীয়েরা পরম তৃপ্তি তে গান ধরেন একান্নবর্তী র আঙিনায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ