মাতৃভাষা ~ সুজন পণ্ডা




পোস্ট বার দেখা হয়েছে

মাতৃভাষা

সুজন পণ্ডা


ঐ চিনেছি ঘরের আকাশ, 

সাগর থেকে হিমের শিখর। 

ঐ পেয়েছি ভিটের মাটি,

ছড়িয়ে আছে বাংলা আখর।


আমার ঘরে পিতৃপুরুষ

প্রদীপ হয়ে তুলসী তলায়,

আশীর্বাদের আলো আসে 

বাংলা শোনা, বাংলা বলায়।


এক কলমে জন্ম সীতার

কৃষক লেখক গেছেই মিশে 

আমার ভাষায় সবাই সমান

বাংলা ফলে ধানের শীষে।


নাস্তিকেরাও চিনতে পারে

আমার দেশের ঠাকুর যত। 

গীতা কোরান এক হয়েছে,

বাংলা এমনি সাঁকোর মত।


খুব আঁধারেও পথ চিনেছি

শব্দ করা আলোর দিশায়। 

মা-এর নাম বাংলা ভাষা, 

মা ডেকেছি মাতৃভাষায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ