অন্তর্নিহিত শক্তির উৎস মাতৃভাষা ~ ইনা মুখোপাধ‍্যায়




পোস্ট বার দেখা হয়েছে

অন্তর্নিহিত শক্তির উৎস মাতৃভাষা

ইনা মুখোপাধ‍্যায়


মাতৃভাষার বাহক মোরা জন্মসূত্রে  অধিকারী 

অন্তর্নিহিত শক্তির উৎস শিশুর চিত্ত রাখে ভরি,

প্রতিটি দেশই মাতৃভাষাকে স্বীকৃতি দেয় দামি 

বাংলা মোদের মাতৃভাষা উপযুক্ত সন্মানী।


লেখালেখির  মর্যাদাকে চিত্ত হতে মানি

বাংলা ভাষা মোর অহংকার কাব‍্যতেই প্রতিদানি,

চিত্ত জগৎ পূর্ণ করে নিত‍্য লিখি আমি

মাতৃভাষাকে গর্ব করি অনেক অনেক দামি।


এই ভাষাতেই বিদ‍্যাসাগর,রবীন্দ্রনাথ,নজরুল

বাংলা ভাষার ত্রিকোন শক্তি লেখনীতেই করেন উসুল,

গর্বিত মোরা কালজয়ী তাঁরা তাঁদের ভাষার ভাণ্ডার অপ্রতুল

সৃজনাত্মক পথের দিশারী আত্মপ্রকাশের মূল।


মাতৃভাষার ব‍্যাকরণখানি জরুরী অবশ‍্যই

শিক্ষার মান উন্নত করে ক্রমশই,

বহুশব্দের ভাণ্ডার ঘেঁটে বাংলার ব‍্যাকরণ

নতুনবিধি প্রণয়নে হয়েছে বাংলাভাষার আধুনিকীকরণ।


মাতৃভাষাই সহজসাধ‍্য,সহজলভ‍্য তাই

অহংকারে গর্ব করি মোদের বাংলা ভাষা  চাই।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ