বাংলা ভাষা ~ বৈশালী ঘোষ (লুনা)




পোস্ট বার দেখা হয়েছে

বাংলা ভাষা

বৈশালী ঘোষ (লুনা)


মা বললে অনুভূতি রাশি

মা বললে আঁচলে আশ্রয়

মা বললে সুধা ভরা বুক

মা বললে ভাষা বাংলা মুখ।


বাংলা মাটি শিকড় আঁকড়ে ওঠা

বাংলা পুরান প্রাচীন সোঁদা গন্ধ

বাংলা শাঁখ আর আযানের সুরে

বাউল হৃদয় ভরে থাকে ছন্দ।


বাংলা করে তোমার ফেরার অপেক্ষা

তাইতো প্রদীপ মিটমিটিয়ে জ্বলে

যে দিন তুমি বলবে আবার মা

শ্রদ্ধা আর গর্ব করবে হৃদয় ভরে।


সেদিন জানবে তোমার হোল জয়

বিশ্বজোড়া তোমায় দেবে মান

নিজ ভাষায় যে আছে সম্ভার

অন্যতে নেই সেই মর্যাদা সম্মান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ