দর্পণ || কবিতা গুচ্ছ ~ ধীমান ভট্টাচার্য




পোস্ট বার দেখা হয়েছে

দেশ 


দেশ আমার তেরঙ্গার

দেশ আমার সাম্যবাদ

দেশ আমার শান্তি চায়

দেশ আমার জিন্দাবাদ


দেশ আমার মৃত্তিকা

দেশ আমার অন্নজল

দেশ আমার ঐকতান

দেশ আমার মনের বল


দেশ আমার জিন্দাদিল

দেশ আমার বৃন্দগান

দেশ আমার পঁচাওর

দেশ আমার মুক্তিস্নান

===

 দহন 


কলেজের তিনটে বছর কেটে গেল। 

একবারের জন্য তুই আমাকে বলতে পারলি না এই কথাটা।

আমরা দু'জনে জাস্ট খুব ভালো বন্ধু এটাই তো জানতাম।

আর আজ এতো বছর পরে তোর এই কথাটা শুনে অবাক লাগছে।

আমি তোকে নিয়ে কেন এক কাপড়ে পালিয়ে গেলাম না। 

তখন লেখাপড়া আর রাজনীতি নিয়ে ব্যস্ত এক তরুণের মাথায় তৃতীয় কোন‌ও ভাবনা ছিল না।

বড়ো দেরি করে ফেলেছিস, সুদেষ্ণা।

আজ আর রিওয়াইন্ড করা যাবে না।


আমাদের পথ এখন ভিন্ন...

====

 বাঙ্ময় 


আমাদের এখন‌ও নেই কোন‌ও ভূগোলের দাগ

আমাদের দেশ নেই, নেই কোন‌ও কাঁটাতার ভাগ

আমাদের আছে শুধু একটাই সমতল যার

আমাদের গল্পের ফুল-পাখি পাওয়া শুধু ভার


আমাদের হাত ধরে পথ চলা, পদে পদে ভয়

আমাদের নেই কোন‌ও পতাকা, অথবা সময়

আমাদের একসুরে তরি বাঁধা প্রেমের উজানে

আমাদের একসাথে প্রতিবাদ, কাব্যে ও গানে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ