দর্পণ || কবিতায় ~ সুমন পটারী




পোস্ট বার দেখা হয়েছে

 যদি বড় কবি হতে পারতাম 

যদি বড় কবি হতে পারতাম
যদি বিখ্যাত হতে পারতাম
যদি একডাকে অন্তত দশ জন মানুষ জোগাড় করতে পারতাম
যদি সাথে থাকতো আরো কিছু স্তাবক

ভিটেমাটি বিক্রি করে তবে একটি দল খুলতাম
দু'চারটি সভা করে
দু'চারজনের বিরুদ্ধে উস্কে দিয়ে
দু'চারটি ধর্মীয় কথা বলে
দু'চারটি জাতিগত বিদ্বেষ ছড়িয়ে
দু'চার বিষয়ে সমবেদনা নিয়ে
এগিয়ে যেতাম জনসেবার পথে

দল হতো আমার
পরনে হতো সাধারণ পাঞ্জাবি
কাঁধে ফকিরের ঝোলা
ঝোলার ভিতর গরীব মানুষের নেংটি।

মানুষের নেংটি দিয়ে পতাকা বানাতো আমার দল
মানুষের জন্য মানুষের পক্ষে থেকে
বিভেদ প্রিয় মানুষের ভিতর
প্রতিহিংসার বীজ বপন করে
অখ্যাত নিউজ চ্যানেল বিখ্যাত করে দিতাম তুমুল বিতর্কে

তারপর তুরুপের তাস
শেষ বাজি মেরে
নিজেকে শিরোনাম থেকে তুলে নিতাম চিরতরে
=====
আমার প্রকৃতি 

আমার সমুদ্রের নাম রাজনৈতিক অন্ধকার
আমার নদীর নাম বেকারের মিছিল
আমার ঢেউয়ের নাম হাসপাতালের ভিড় 
আমার পাহাড়ের নাম হিংসা
আমার ফুলের নাম ক্ষমতার অপব্যাবহার
আমার মন্দিরের নাম বিধর্মীদের প্রতি ছড়ানো ঘৃণা
আমার শিক্ষার নাম গান্ধীজির তিন বাঁদরের চেয়ার
আমার লক্ষ্য জুতা হয়ে উঠা
ক্ষমতার পায়ের, পিঁপড়া দমনের
আমার বিচারের নাম অন্ধপুতুল
আমার সংস্কৃতি ধর্ষণ

আমি এসবের মাঝে হাবুডুবু খাচ্ছি
লিখছি, যা লেখার কোনো অর্থ নেই
====
ভেতরের গল্প

দুটি গাছ
পাশাপাশি শুয়ে থাকে
বাতাসে দুয়েকটা ডালপালা
কখনো একে অপরের কাছে আসে

এতটুকু কথা। বাকি সব মিথ্যা।
লোক দেখানো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ