দর্পণ || কবিতা গুচ্ছ ~ সুরভী চট্টোপাধ্যায়




পোস্ট বার দেখা হয়েছে

শূন্য দিগন্তের গুঞ্জন টুকু 


খোয়ানোর তো আর কিছু নেই 

শেকরবাকরের…. 

আর ভবঘুরে মেঘ শুধু এখানেই স্থায়ী…

 

কানের সীমানায় এসে পৌঁছেছে সমুদ্রের ডাক

আর হাত নাড়াচ্ছে স্ফীতকায় স্মৃতিচিহ্নরা…

 

বুক থেকে কেউ ছিনিয়ে নিচ্ছে 

ধিকি ধিকি আগুনের দীপ…

আর কিছুতেই ধরতে পারছি না 

সেই নির্গত প্রণালী… 


সাদা চুলওয়ালা চাঁদের বুড়ি 

আমি এখন দুর্গম খাড়াইয়ে… 

আর ঘাস সবুজ এক পথ  সান্দ্র অন্ধকারে

খুঁজে নিচ্ছে শত্রুমিত্রহারা 

শূন্য দিগন্তের গুঞ্জন টুকু … 

======

 বোঝাপড়ার গণ্ডি কেটে 


অনেকদূরে অট্টালিকার সমাহার 

হাত পাকিয়ে নিকরে নিচ্ছে বস্তিগুলোর হৃদয় 

আর তোমাদের হাসতে দেখে প্রজাপতিও ফিরে যাচ্ছে জঙ্গলের নিরুদ্দেশে… 


হোঁচট খেয়ে ওঠে অন্ধ ভিক্ষুক 

আর পঙ্গুরে স্বাগত জানাও তুমি 

ধোয়া পথের আপ্যায়নে… 

অস্বস্তি হয় গাছেদেরও কাঠুরিয়ার চুম্বনে 

কিন্তু ভয় কেঁপে ওঠা হৃদয়ের স্পন্দনকে 

অস্বীকার করে ডেকে নেওয়া ঝরে 

উপড়ে দেয় শিকড়টুকু…

বোঝাপড়ার গণ্ডি কেটে… 

===_==_=

 পরিবর্তনশীলতায় তুমি 


পরিবর্তনশীলতায় তুমি আজও 

বেশ সজীব… 

দৃষ্টির কলাকৌশলে যেন মোড়লের দু'চোখ 

প্রথম পড়েছে কোনও ষোড়শীর 

শরীরী  উপত্যকায়..


যাক… আমি  আর এসব ভাবিনা 

দ্বিতীয় অর্ধেকের সান্ধ্য বর্ণালী টুকু জ্বালিয়ে

আমার আকাশ ঘুমিয়ে আছে টেবিলে 

আর আমি এখন রাতের দরজা খুলে দেখি

হারিয়ে যাওয়া খোঁজ খবরগুলো …

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ