দর্পণ || অনুবাদ কবিতা || দেবাশীষ ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে


 নিরুদ্দেশ ও নিলোফার 

দেবাশীষ 


মাটির রোমকূপে জলের খিদে জড়িয়ে থাকে যেমন,  

আরও দুপুর - আরও বিকেল - আরও রাত ;

তোমায় খুঁজতে গিয়েছে অফিসের ব্যস্ত টেবিল,

রাখতে হয়েছে গোপন সময়ের কালটিশে ঘষে!


কাচের না দ্যাখা রং - পৃথিবীর একটানা ঘোরা,

একাকী নার্সিংহোম জানে -

অসুস্থতা বইতে জানে ক্রেচার,

রাস্তায় অটো - নিরুত্তাপ বাসের চাকা!


আসলে সবকিছু তোমায় খুঁজেছে নিলোফার।


হিসেব বহির্ভূত বাগানে আলগোছে রাখা ফুল,

একবার দেখতে ইচ্ছে করেনা আমাকে?

কার্নিশে কাকেরা দেখতে আসে চেয়ে,

ফুটপাতে জাং'ফুড একঘেয়ে,


টিফিনের সময় হলে ভিড়ে ঠাসা নোংরা জমা প্লেট,

আমি শহরে ছড়িয়ে রাখি তোমায় -

যতোটা দুচোখ যায় -

তোমার পাশাপাশি তোমাকে রাখি,

ঠোঁটের অবয়ব আঁকি মনে - 

জাপটে থাকি মায়াবী স্তনের মতো বুকে,


আমায় দেখতে ইচ্ছে করে না তোমার? ?

রয়েগেছি দৈনন্দিন অসুখে !


Nilophar lost

Sayantika


Just as the soil pores are involved in water due to starvation ,

 More noon - more afternoon - more night;

 The busy desk of the office went in  search for you,

 Had to keep the secret of time rubbing!


 The invisible color of the glass - the continuous rotation of the earth,

 Lonely Nursing Home Knows -

 Kreacher knows how to get sick.

 Auto on the road - tireless bus wheels!


 In fact, everything is looking for you Nilophar.


 Flowers scattered in unaccounted gardens,

 Do not want to see me?

 Crows come to see the cornice,

 Jung'fud monotony on the sidewalk,


 When it's time for tiffin, crowded dirty plates,

 I spread you in the city -

 As far as the eyes go -

 keep you by your side,

 Draw the shape of the lips in mind -

 I am chanting on a chest like a magical breast,


 Do you not want to see me?  ?

 I have stayed in daily sickness!


*************


তোমার জন্য 

দেবাশীষ 


এমন সকালে কোলাহল রোজের ঘটনা,  

মাসকাবারি থলে - কিংবা গ্রহাণুর বিশ্লেষণে , 

চায়ের পেয়ালায় - শীতকালীন বোধ।


আমি প্রতিদিন সরীসৃপের মতো হেঁটে চলি বুকে -

একধরনের পোড়া স্বপ্ন - নাটকে নায়ক।


আঁধারি সময় -

ভিড়ের হল্লা!


বুঝতে বুঝতে আকাশটাকেও নিজের মনে হয়।

কেবলমাত্র তুমি ছুঁতে চেয়েছো বলেই ...

For You

Sayantika


 In such a morning, the daily incident of noise,

 In the analysis of monthly sacs or asteroids,

 In a cup of tea - winter feeling.


 Every day I walk like a reptile in the chest -

 A kind of burnt dream - the hero in the play.


 dark hours -

 Crowd uproar!


 The sky also feels like its own.

 Just because you want to touch...



***********

দেবাশীষ 


বস্তুচর্চার কোনো ফটোগ্রাফি হয়না,

প্লাস্টার খসেছে!  রংচটা ফানুস ওড়ে ,

আমি ভাবছি মেঘলা হয়েছে,

বৃষ্টি এলো বলে -

ফানুস ফেটে যায়

সকলে হেসে ওঠে

শিশুরা হাসতে ভুলে গ্যাছে কবেই!

তারপর বৃষ্টি আসে

জলের বদলে ছাই নামে আকাশ থেকে

সভ্যতার ছাই

সকলে হেসে ওঠে

শিশুরা হাসতে ভুলে গ্যাছে কবেই!


Sayantika


There is no photography of materialism,

 Plaster fell!  Colorful lanterns fly,

 I think it's cloudy,

 The rain came because -

 The lantern bursts

 Everyone laughed

 When children forget to laugh!

 Then comes the rain

 Ash fell instead of water from the sky

 Ashes of Civilization

 Everyone laughed

 Only the children forgot  to laugh!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ