দর্পণ || কবিতা গুচ্ছ || দেবাশীষ ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে


 সোশ্যাল মিডিয়া ভাষা 

 

তোমার যত্নের পোস্ট বিরোধীরা যখন স্ক্রল করে যায়,

এ য্যানো প্রতিযোগিতা - উপেক্ষা আসলে দেনা পাওনার ভাষা সংকেত,

 সোশ্যাল মিডিয়াতেও এমন অদ্ভুত ভাষা আছে ,

এড়িয়ে যাওয়া কিংবা জড়িয়ে যাওয়ার ভাষা ,

খুঁজে পাওয়া কিংবা বন্ধু - কুটনৈতিক ভাষা ,

মানুষ আসলে নিজের ভাষায় নেই,  

সবটাই সামান্য রিচার্জ ভরসা ,

এসব মিলেমিশে আমি তুমি আমরা হিজিবিজি লিখি 

সেগুলো আবার গল্প - কবিতা -  উপন্যাস হয়ে যায় ,


অপেক্ষা করছি আজও - 

মানুষের ভাষা আকাশ দেখবে কবে! 

******************

চিরসবুজ 


নেশার পেয়ালায় কখনও ইস্তেহারে ইন্তেজারে , 

আমার তো সকাল হয় রোজ দিনের খবরে খবরে।

এই দিনে শহরে রাখা ধুলো, চেনা রাস্তায় ছুটে যেতে হয়,  

সব রাস্তাই নিয়মের কথা বলে , জটিল অসুখে পৌঁছে দেয়।


একদিকে পেটের আগুন, একদিকে রোজগেরে ঢেউ,

তবুও দেখেছি রোজই - সুখে আছে মানুষের মতো কেউ।

শ্মশানে ছাই হয়ে থাকা, কবরে জীবনের গুস্তাগী,

সবাই ঘুমিয়ে থাকে ক্লান্তির এই রাতে - আমি জেগে থাকি। 


গাছের সবুজ চেনা,ঘাসেদের চিনতে পারি দেখে,  

প্রকৃতি জানালায় আসে রোজ - আমায় মিশে যেতে ডাকে ।

সমুদ্রের নোনা জল, মরুর সব ঝড় বুকে চেপে,

তোমাদের দিয়ে গেছি হাসি - দেখিনি কখনো মেপে ।

**************

মগ্নতা


ভাবনার যোগাযোগে, চিন্তার চুরান্ত রাত,

আরেকটা সমকামিতা ধার করো সকাল,

শীতল মুখাপেক্ষি আবহাওয়ার রং -

রাতটা এভাবেই রোজ আসে কাছে,

প্রতিটা যোগানে সরঞ্জামাদি এবং প্রেম!

সারাদিনের রোদ মাখানো শরীর -

লেপের নীচে - ঢেকে দিয়ে যাও বুনো বহমনতা!

হিসেব কষে সবকিছু পাওয়ার আড়ালে -

তোমাকে না পাওয়া কষ্ট খুঁড়ে রাখে। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ