দর্পণ || কবিতা কোলাজ || দেবাশীষ ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে

 



কবি , সম্পাদক , সভাপতি , ব্লগার , সাহিত্যিক , সুরকার , পরিচালক,প্রচ্ছদ শিল্পী, জীবনী গবেষক,  অনুবাদক, ভাষা গবেষক , তথ্যচিত্র পরিচালক,  চিত্র পরিচালক, গীতিকার , ۔۔۔۔এমন অনেক পরিচয় যে মানুষটার সাথে জড়িয়ে , তারই নাম শ্রী দেবাশীষ ভট্টাচার্য্য !

দেবাশীষ এমনই একজন মানুষ ۔۔۔যার কাজ , যার লেখায় বারবার উঠে এসেছে মানুষের কথা , সমাজের কথা ! 

আজ তারই জন্মদিনে , দর্পণের সামান্য প্রচেষ্টা ۔۔۔

তারই সৃষ্টির মাধ্যমে , তাকেই সম্মানিত করছি আমরা ! 


তার জীবনকে লেখার ধৃষ্টতা নেই আমাদের কারুরই , আমাদের চেষ্টা ۔۔আরও কিছুটা তাকে জানার !



পরিস্থিতির কোন ভ্যাকসিন হয়না

দেবাশীষ 

( জীবন ۔۔তার কাছে একটি যাত্রাপথ ! তার লেখায় প্রতিবারই আমরা খুঁজে পেয়েছি কবিতার কথা ! কবিতাই যে মানুষটার বেঁচে থাকার কারণ , তারই নাম দেবাশীষ ভট্টাচার্য্য )


কুরুক্ষেত্রের মতো চারদিকে দেহ - 

ভবিষ্যতের গালিচা সমাজের পরিস্থিতি,

মরকে মরকে পৃথিবীও পর হয়ে ওঠে ,

নিজের বাসস্থান ক্ষতিগ্রস্ত অনিহায় ;

ছুঁয়ে থাকা দায় - প্লাস্টিকে মোড়া ইতিহাস -

আমার ভাবনারাও অক্সিজেন খোঁজে,  

কবিতায় আশঙ্কা - যৌথ প্রতিবেদনে,

ছড়িয়ে যাচ্ছে প্রতিক্ষায় প্রতিক্ষায় পথ - 

নিঃশ্বাস নিতে কষ্ট হয়! 


//২//

( রাজনৈতিক পরিচয়ের ঊর্ধে গিয়েও আজীবন সত্যের পথ ধরে এগিয়ে চলার নাম দেবাশীষ ভট্টাচার্য্য!)


এমনি প্রবল - 

কলেজ পাশ করা কয়দি,

ঘিরে ফ্যালে সমাজের অন্যায় -

ফুটপাত তুলে মন্ত্রালয় , 

শৌচাগারে সমাবেশ,

যে বাবা দেখতে পায়নি সন্তানের মৃত্যু টুকুও -

সভ্যতা হিসেব চায়!  হিসেব চায় আগামী।

মানুষ হেসে বলে -

" ব্যালট চুরি করেছে হিসেবের সব খাতা "

সেদেশে গণতন্ত্রও অসহায়।


//৩//

(বাহ্যিক আড়ম্বরতা যখন আমাদের জীবনকে ঘিরে রেখেছে , এমন একটা সময়ে দাঁড়িয়ে এই মানুষটি শিখিয়েছেন ۔۔۔

প্রচার না , কর্মই হোক আমাদের পরিচয়)


আচমকাই ঘন কালো মেঘ , 

সাদা রঙ করা চাঁদ - তারাদের ভীড়ে , 

ছায়ারা আশ্রয় খোঁজে,

উৎসবে , আনাচে কানাচে চিতায় চিতায় ;

সব চিতার ছায়া পড়ে না ;

সময়ের মৃত্যু দেখতে আসা ওষুধের ঝাঁকে -

খুঁজে ফিরি জ্যোৎস্নার রঙ আজও -

সে যে পৃথিবীতে এসেছিলো।


//৪//

(দেবাশীষ ভট্টাচার্য্য۔যার মধ্যে এখনো খুঁজে পাওয়া যায় শৈশব এবং এক অদ্ভুত পবিত্রতা ! আগামীর জন্য আজীবন আশাবাদী এক মানুষ ইনি !)


সোসাল ডিসটেন্স - 

বাড়তে বাড়তে খিদে বেড়ে গ্যাছে,

মাস্কের বাজারে বিজ্ঞাপন - ভ্যাকসিনে লোভ ,

ছাল ওঠা নীতি - রংচটা ভালোবাসা ,

ধান্দা চটকে গাছের থালায় থালায় -

প্রোমোটিঙের ঘেন্না আর দরকষাকষি,

শিশুরা স্বপ্ন দেখে স্কুল যাচ্ছে রোজ -

সকাল এই হলো বলে ,

সেই সকাল আর আসেনা,

অন্ধকার গাঢ় অন্ধকারে -ক্ষতিগ্রস্ত, 

আমি পায়চারি করতে দেখি আদর্শদের। 


//৫//

( শত প্রতিকূলতা , হাজারও কুৎসা ,যে মানুষটিকে আটকে রাখতে পারেনি , তিনিই দেবাশীষ ভট্টাচার্য্য ! তার অস্তিত্বই তার পরিচয় ! তার জীবনই আমাদের আদর্শ )


তেমন বুঝলে এসোনা -

সত্যি আসতে হবেনা,

আমি মৃত্যুর অপেক্ষা করছি রোজ বসে ,

আমি কোনমতে বাঁচিয়ে রেখেছি নিজেকে এখনও,

সবকিছু বদলে গ্যাছে হঠাৎ -

আরেকটা ধাক্কা বদলে দেয় , যতোটুকু বাকি ছিলো,

আমার অস্তিত্ব একটাই,

এখনও সংক্রমিত নই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ