দর্পণ || কবিতা কোলাজ ۔পর্ব ২ || দেবাশীষ ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে




 জীবন বোধ , উপলব্ধি , আদর্শ , কর্ম , সমাজ , মানুষ যার পথ , সেই মানুষটির নাম শ্রী দেবাশীষ ভট্টাচার্য্য ! গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই আজ দর্পণের প্রচেষ্টা , তারই জন্মদিন উপলক্ষে , তারই পথে আরও কিছুটা এগিয়ে যাওয়া !



ক্লান্তির নিঃশ্বাস

দেবাশীষ


( সন্ন্যাসীর মতো উজ্জ্বল এক মানুষ , যে জানে শূন্যতে শুরু করতে , যার কাছে কর্মই একমাত্র মুক্তির পথ , তার নাম দেবাশীষ )


আমিও হয়তো চলে যাবো এভাবেই -

স্মৃতিধুলো ছড়িয়ে চারদিকে,

অভিমানের দরজা খোলা থাকবে তো সেদিন?

গাইবে সুখে বিদ্রুপের পাখি?

জমা ইশারায় স্বপ্ন ভেজা বিছানার সাগরে সাগরে,

চিঠি লিখে যাবো সুস্থ মানসিকতার ।


//২//

( ভিড়ের মধ্যে মিশে থেকেও অনন্তের পথচারী দেবাশীষ ! গন্তব্য কখনোই তার লক্ষ্য হতে পারেনি ! এগিয়ে চলাই তার কাছে বেঁচে থাকা ! )


প্রভৃতি দিয়ে শুরু যদি হয়,

যদি পৌঁছে গিয়েও দেখি কতো পথ আছে বাকি চলা,

ঘুষঘুষে অশান্তির জ্বরেও কুঁকিয়ে ওঠা -

একটু শারীরিক উন্নতি হতে দিও,

নিজের কাছে- বসিনি কতোদিন।


//৩//

( এক একটা দিন শেষ হয় , আর দেবাশীষ আরও কিছুটা উঁচু হয়ে ওঠে ! সাধারণ হয়েও অসাধারণ হয়ে ওঠা ۔۔শিখতে হয় তার কাছ থেকে !নিজের অস্তিত্ব থেকে বেরিয়ে এসে নিজেই অস্তিত্ব হয়ে ওঠা ۔۔۔দেবাশীষ )


দিনের শেষে এসে -

কতোবার ভেবেছি আপন হবো,

কতোবার ভেবেছি জেদেদের ছুঁড়ে ফেলে,

ভেসে গেছি, রোজই ভেসে যাই পথের কঠিন জলে,

সেই জলে ভিজিয়ে রাখা কাজের ইচ্ছে গুলো,

প্রতিদিনই প্রশ্ন জমতে থাকে -

নিজেকে বুঝতে পারবো কবে? ?


//৪// 

( শব্দ মানে তার কাছে সংগ্রাম ! লড়াই করে কী ভাবে হাসি মুখে জিতে যেতে হয় , শিখি তার থেকেই ! দেবাশীষ হয়ে ওঠা সহজ না , তাই তো তিনি দেবাশীষ , তাই তিনিই দেবাশীষ )


ছোট ছোট কবিতারা বড়ো কবিতার পাশাপাশি,

প্রতিদ্বন্দ্বিতা করতে করতে ভাবনারাও পর হয়ে যায়,

শব্দ ছড়িয়ে ছিটিয়ে রাখা এসেছিল  যারা ঘরে -

দেখতে পেয়েছে ঠিক -

কবিতারা যথেষ্ট হয়ে ওঠে যখন -

সমাজে সমাজে কান্নার শব্দ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. প্রথমে জন্মদিনের শুভেচ্ছা। কবিতাও বেশে ভালো। সংবেদনশীল। আক্ষাঙ্খাচিত।

    উত্তরমুছুন