দর্পণ || কবিতা গুচ্ছ ~ পার্থসারথি সেনগুপ্ত




পোস্ট বার দেখা হয়েছে

তবুও.....


সেই তো একা থাকা, বছর শুরু , বছর শেষ

সেই তো দিনলিপি, সেই পুরোনো অভ্যেস

সেই বাড়ি ফেরার পথ, সেই ডান দিকের ওই বাঁক

তবু নতুন কিছু আসুক, কিছু পুরোনো হারাক


সেই আকাশ দেখার স্বাদ, সেই জোছনায় বই পড়া

সেই মুখরা টুকু গেয়ে গুনগুনিয়ে অন্তরা

সেই কবিতাতে ডুব, মন বিষন্নতায় থাক

তবু নতুন কিছু আসুক, কিছু পুরোনো হারাক


কিছু জলের ছবি খোঁজা, কিছু জীবনের জলছবি

সেই সাবধানে পা ফেলে, নিয়ে এই মন মতলবি

কিছু রাতও মুখর হোক, দিন স্তব্ধতা ছড়াক

তবু নতুন কিছু আসুক, কিছু পুরোনো হারাক

====

কপটতা


আসলে বাংলা সবাই বলতে পারি

রক্তের সাথে মিশে আছে প্রতিক্ষণে

অনেকে জানান দেয় সেটা সোচ্চারে

কেউ কেউ তাকে নিয়ে থাকে নির্জনে

বড় রাস্তার মোড়ের অট্টালিকা

পুরানো বৃষ্টি আজও জানলায় নামে

পাতার ভাঁজেতে বাংলা হাতের লেখা

ছোটবেলা গুলো উঁকি দেয় খোলা খামে

ওরাও মানুষ পথে বসে আছে যারা

যোগ্যতা আজ রাস্তার ধুলো মাখে

তুমি ঘরে বসে আপোসের হাত ধরে

সোচ্চার গুলো সিন্দুকে তোলা থাকে

রাতের ঘুমের বিছানা সাজানো থাকে

নরম হয়েছে আরো সেটা তোষামোদে

শিরদাঁড়া গুলো নুইয়ে পড়েছে পায়ে

দাঁড়াবে না আর সমাজের ঋণশোধে

======

যাবার আগে


আমার সকাল জানিয়ে দিয়েছে সদ্য 

ভালবাসা গুলো সব কল্পনীয় 

এইবার শুধু দিন ঝরাপাতা গুনুক

রাত কে তখন মনে হবে বেশি প্রিয়

চাঁদের আলোয় তোমায় রেখেছি বাজি 

গুলিয়ে ফেলেছি আজ কি করণীয় 

একতারাটায় আঙ্গুল ছুঁয়ে যেও

সুর গুলো হয়ে থাকবে স্মরণীয় 

অযথা  হটাত ই ভিড় করা বলিরেখা 

নিজের কক্ষে একলা পৃথিবী ও

একবার ঠোঁটে ঠোঁট রাখতে দিও

তারপর নয় দৃষ্টি সরিয়ে নিও

====

পুলওয়ামা


আজকে যারা কফিন নামায়

বুকের ভেতর পাথর চাপে

আকাশ ছোঁয়া ভালোবাসাও 

দমিয়ে রাখে নিরুত্তাপে 

দিনের শেষে গোলাপ ছোড়া

আকাশ বলবে এবার থামা 

কান্না চোখে জড়ো কোরো

বুকের ভিতর পুলওয়ামা

জড়িয়ে ধরার আবদারে আজ

মুছতে গিয়েও যায় না মিশে 

ভালোবাসার সুপ্রভাতে 

রক্ত ঝরে চুয়াল্লিশে

তোমার বুকের দরবারে আজ

বসিয়ে নিও শব্দনামা 

 কান্না চোখে জড়ো কোরো

বুকের ভিতর পুলওয়ামা

=====

স্পর্শে পরনারী


তোমার সাথে কোথাও বসে গল্প করে হাতকে টানা

নিষিদ্ধতার সীমা ভাঙলে হয় না জানি জরিমানা 

অন্ধকার আর স্পর্শ যেন সমান্তরাল জড়িয়ে থাকে 

তোমায় আদর করার আবেগ পাত্তা দেয় না মান্ধাতাকে  

আসলে ওই জামার নীচে উদ্ধত এক হাঁসুলী বাঁক

আঙুলের এই আলিঙ্গনই তোমার কামুক শরীর ভেজাক

আকাশের চাঁদ ছুটিতে আজ বাদবাকিটা তোমার হাতে 

আভিজাত্য সরিয়ে রেখে আসতে পারো আঙিনাতে 

সমর্পন তো করেই আছো শরীরের আর দোষ কি বলো

অশ্লীলতার ধারাপাতে তোমার আমার মন জুড়ালো 

পরনারী ? কে বলেছে? তোমার আমার স্বপ্ন মিলায়

প্ৰেক্ষাপটে নগ্ন শরীর কাছে আসে অবলীলায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ