দর্পণ পত্রিকা || কবিতা গুচ্ছ ~ রুম্পা চ্যাটার্জী




পোস্ট বার দেখা হয়েছে

 অভিমান


এখনো ভালবাসি বসন্ত

 লাল পলাশে বিছানো চাতাল,

তুমি আসি বলে সেই যে গেলে

সেদিন থেকে তাই মন বেহাল।

সবটুকু ভুল আমারই সে দায়,

ভুলেও সবটা ভুলিনি,

চুপ করে কথা শুনে গেছি শুধু,

নিজে তো কখনো বলিনি।

যাওয়ার কথা ছিলোই যখন এমন যেনতেন,

এই শহরে এতোটা পথ সঙ্গে হাঁটা কেনো?

রাগ কমলে হয়তো তোমার নিবিড় হওয়ার ঝোঁক,

ভালোবাসার শহরটা তবে শীতকাতুরে হোক।

====

 সম্পর্ক


সব সম্পর্কের মানে ঠিক বোঝানো যায়না,

সম্পর্কেই আটকে যায় সম্পর্কের বাঁধন।

ভোরের আলো, ঠাণ্ডা বাতাস, নীল পাহাড়, রামধনুর রঙ

ছুঁয়ে যায় সব সম্পর্ককে।

পলাশের লালচে আভা,

মাতাল ধূমকেতু.....আমৃত্যুকাল সম্পর্কের সাথে ধায়।

ঠিক তেমনি,

হৃদয়ের তলদেশে থাকে কিছু নামহীন সম্পর্ক।

যারা হৃদয়কে তোলপাড় করে দেয়।

ঠিক যেমন শীতের মহাদেশে

বরফের মত ভেসে থাকা।

বহুদূরে যেন কোথাও আপন গৃহতলে।

এই সম্পর্ক তো ধরাছোঁয়ার বাইরে

শুন্যতাতেই পূর্ণ তা, ভরিয়ে রাখে চিরকাল।

তুমি আছো, আমিও আছি......

তবুও যেন শুন্যতা....সবটাই মায়াজাল।

দুজনে দুজনার মধ্যে বেঁচে থাকা।

একে কি বলে জানো?

স্বীকৃতিহীন এক সহবাস।

আকাশের বুকে চেয়ে দেখো,

খসে পড়া তারাদের মাঝে

হাজারো কবিতা যেমন বাঁচে গদ্যে।

===

 গল্প বলি 


এক সে ছিলো ছেলে,গোটাটাই এলেবেলে,

        দাঁড়িমাখা গালে।

ছিলো সে এক মেয়ে,ধূসর সামিয়ানা ছেয়ে,

        থাকতো সংগোপনে।

ছেলের হাতে ফুল,মেয়েটির এলোচুল,

        ফুল পেলো না ঠাঁই।

ছেলেটি মনের নাগাল চায়,পাগলপারা প্রায়,

        মেয়েটি যেতে যেতে,

        যেন থমকে দাঁড়ায়।

সিগারেটের ধোঁয়া,একাকীত্বের ছোঁয়া,

        ফেরার পথে হঠাৎ দেখা,

        হাতের ফুল শুকায়।

নেশার মতো হাতদুখানি,কালবৈশাখী চায়।

        হুতোম প্যাঁচার নকশা হাতে,

        কথাগুলো সব হারিয়ে যায়।

  ====

  সীমারেখা


মেয়েটা এখনো ভূগোল পড়ে

দূরবীনটা হয়েছে পুরানো

মুখটা এখনো আগেরমতই

মুচকি হাসিতে মোড়ানো।

সেই টোল ফেলা গাল, হাসির জাদু

মুছলো মনের গাঢ় আঁধার 

ভূগোল মানেই দেশের সীমা

মনের মাঝে কাজ কি যে তার।


ভালোবাসার সেই সে দেশে

নেই সীমানা, নেই কাঁটাতার

মানচিত্র ছাড়াই সে দেশ

থাকুক বেঁচে মনে সবার।


আমার যখন ভালোবাসা পায়

তোমার তুমির অভাববোধে

ভূগোলের মেঘ জাদুর ছোঁয়ায়

বৃষ্টি নামায় প্রখর রোদে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ