কবিতা সংকলন || অলীক স্বপ্নের পংক্তি ~ খগেশ্বর দেব দাস




পোস্ট বার দেখা হয়েছে

 

অলীক স্বপ্নের পংক্তি


অলীক স্বপ্নের পংক্তি

____________________


ভূমিকা

_______

মূলতঃ অলীক স্বপ্নের পংক্তি সংকলন লেখার পেছনে নির্দিষ্ট কোন ভূমিকা নেই। আমার শৈশব যে পরিমন্ডলে কেটেছে সেখানে শুধু দৈন্যতা আর দৈন্যতা। বন্ডেড লেবার এর জীবন যাপন। বেঁচে থাকার একমাত্র উপায় হল শ্রম আর শ্রম। এই প্রসঙ্গে আমার ছোট্ট একটা article রয়েছে "Zero balance theory" a survival strategy based on practical livelihood of unclassified labourers.


একটা গ্ৰাম্য স্কুল থেকে শিক্ষা শুরু। 

আমার পূর্ব সুরীরা স্বাধীনোত্তর কালে পূর্ববঙ্গ থেকে আসামে এসে দিন মজুরের জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছিল শুধু মাত্র বাঁচার তাগিদে। 

সেখান থেকে ছিটকিয়ে আসা আজকের আমি।

২০২০/২১ সালের এর দিক থেকে মাঝে মধ্যে মনে হতো কিছু একটা লিখি। মূলতঃ এটাই আমার লেখা লেখির অনুপ্রেরণা বলা যতে পারে।

তবে আমার কিছু কবিতায় না পাওয়ার বেদনা, প্রাকৃতিক পরিবেশ  সম্প্রীতি প্রকটিত। 

__________________________________

বইটি পড়তে এখানে ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ