প্রেমের কবিতা || পাতা ~ ১৮




পোস্ট বার দেখা হয়েছে

বৃষ্টি - নূপুর

মেখলা ঘোষদস্তিদার 


এখন বৃষ্টি নেই 

তবু জলজ মেঘ

ঝ'রে পড়ার অপেক্ষায় 

ভঙ্গীমা আঁকে,


পূর্বরাগ ফিরে আসে 

কুয়াশাচ্ছন্ন নাগরিক চুপকথায়

চুপি চুপি--


শীতঘুম শহর বুকে চেনা পথে

স্বপ্ন শিয়রে প্রিয় মুখ,,


হিমেল মৌতাতে উষ্ণতা কুড়োয়

মগ্নচড়া ওমে;


ছুঁয়ে দাও নগ্ন গোছ

বিভঙ্গ ভাঁজে নিক্কণ ঝড়

শান্ত হলে

মখমলি তৃণ শেজে 

ফুলেল আতর ছড়িয়ে থাকা

তোমার মরশুমি ভালোবাসা,


আবছা আলোয় 

সকাল আড়মোড়া ভাঙে 

ধোঁয়াশায়

নদীর বুকে বেজেই চলে 

একতারা সুর

রেশটুকু 

বৃষ্টি নূপুর।

====

 শুধু তুমি

 দর্পণা গঙ্গোপাধ্যায় 


হঠাৎ করেই সেদিন আমার

 তোমার সঙ্গে দেখা ,

একটা আকাশ চমক আলোর

 বিজলী ঝিলিক রেখা।


 বুক ধুকপুক মন চঞ্চল 

  জল টল টল চোখে,

 হৃদয়ে আমার তোমার পরশ

 কিসের বাঁধন রোখে।


স্থবির পায়েতে হাঁটছি এখনো

 বলিনি বিদায় তাকে,

সেও তো আসেনি কাছেতে এগিয়ে,

 ডাকেনি পুরনো ডাকে---


 তবুও তোমার ছবিতে আঁধার

 বৃষ্টি টিপ টিপ ঝরে ,

আমার প্রেমের অঞ্জলি গোপনে,

 রক্তাক্ত পাথরে মরে।


 বৃষ্টি ঝরেছে বাইরে ভীষণ

 মনেতে উঠেছে ঝড়

 তোমাকে কোথায় হারিয়ে ফেলেছি ,

সবকিছু গড়বড়।।

====

 মিলনের অপেক্ষায়

কাকলী দাশগুপ্ত


ফিরে চলে যাচ্ছ এক গুচ্ছ গোলাপ হাতে দিয়ে , 

কী অপরাধ আমার নাকি অভিমান তোমার ।

সেদিন তোমার প্রস্তাবে খুশিতে মন ভরে গিয়েছিল

কিন্তু তোমার কথা রাখা যে সম্ভব নয় পরিস্থিতিই এমন ছিল ।

বড়দের সিদ্ধান্ত আর তাঁদের সম্মান করা যে আমাদের দায়িত্ব, 

প্রেম ভালোবাসা হেরে যায়  থাকে যায় শুধু সম্মান আর দায়িত্ব।

বিশ্বাস করো কথা দিচ্ছি যেও না ফিরে এসো, 

বাঁধবো দুজনে প্রেমের বন্ধনে - ফিরে এসো, ফিরে এসো!!!


তুমি চলে গেলে কিছু না বলে শুধুই ভালবেসে, 

বিরহের নিঃসঙ্গতার যন্ত্রণায় বসেছিলেম একাকী খোলা জানালায় ।

যাওনি কেন সেই না বলা কথা বলে? 

কত স্মৃতি আজও  নিঃশব্দে কথা বলে ! 

জানলায় বসে বহু দূরে থাকি তাকিয়ে 

হৃদয় ভালবাসে যায় তোমায় পেয়ে ।   

নিঃসঙ্গতার সাথী তুমি

চিরসাথী হয়ে থাকবে তুমি 

তোমায় ভাসায় নতুন কোন্‌ ঠিকানার সন্ধানে, 

একাকীত্ব প্রাণভরে দিলে আশ্বাস  নিঃস্তব্ধতায় ভরাক্রান্ত মনে।

 বসে রইলেম সেই বিশ্বাসে দেবে বিদায় পূর্ণিমার চাঁদের আলোতে, 

মোদের মিলন হবে পুনঃ পূর্ণিমার চাঁদের জোছনাতে ।।  

====

 ক্যাম্পের অনুভূতি

অরুণ কুমার মাজী


আজ কিছু বলতে চাই -

দিনযাপনের গান।

শোনাতে চাই বিদ্রোহের   অশ্রুগাথা।

এই অস্থির সময়ে

চেয়েছি তোমাকে,

আমার জন্মগত উন্মেষ থেকে উঠে আসছ তুমি

#               #             #

আকাশগঙ্গা  থেকে  বৃষ্টি ভাঙল,   

সবাই একসাথে  ঠাসাঠাসি ক্যাম্পে।

#             #            #

তোমাকে শোনাতে চাই বটপাতা গল্প, তৃপ্ত রবীন্দ্রনাথ।

#              #               #

কোথা থেকে কী হল....

তোমাকে পাইনা,

বুকের ভিতর জমা জলের ফেনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ