প্রেমের কবিতা || সায়ন্তিকা ভট্টাচার্য্য




পোস্ট বার দেখা হয়েছে

সব্যসাচী 


১ ।


সূর্যটা গা এলিয়ে দিয়েছে নৌকার ওপর ,

বাদামী শরীরে সংসারী মাঝি ,

নদীর ঢেউগুলো ঘষা খাচ্ছে ,

জোয়ারে পুড়ছি আমি ,

আমার জ্বর ۔۔۔۔


আজ আমি নীরব থাকবো ۔۔۔

তুমি কবিতা লিখো !


২।


আকাশে ফুটে আছে জবা ,

বাগানে ক্যাকটাস ,

ঘরে ভাত রান্না হচ্ছে ,


তোমার আঙ্গুলের ছোঁয়ায় বৃষ্টি নামছে ,

পাখিটা উড়ছে ,


ছটফট করছে সে ,

আগুনের আঁচে ধুয়ে যাচ্ছে শরীর ,

তবুও .....

তুমি ক্ষুধার্ত !


৩।


লিখছো ? লিখলে ফুল ফুটবে !


লিখতে বসো ! কিন্তু কবিতা লিখো না !


লিখতে লিখতে উঁচু হয়ে ওঠো !


সামনেই মনুমেন্ট ! 


তুমি আর নিচে নেমো না   !


*********

রুমাল 


এক হাঁটু জল থেকে 

তুলে নিয়েছি শামুক ,


স্বর্গের সিঁড়ি বেয়ে নেমে আসছে ডানা۔খসা নীল প্রজাপতি ,

গোলাপ বাগানে জ্বলছে রজনীগন্ধা ,

নরম ঠোঁট থেকে খসে পড়ছে চাঁদ ,

আঠালো লালায় ভেসে যাচ্ছে কবিতার খাতা !


এনাটমি বিভাগে সরকারি ভাতার জন্য হাত পা ছুঁড়ছে ক্যাকটাস ,

ভিজছে শহর ۔۔۔প্রতিদিন এভাবেই !


সব্যসাচী ۔۔۔

তোমার সাথে হাঁটবো আরও কিছুটা পথ !


ওই দেশে মাটির রঙ লাল ۔۔۔

ওই কোণে লেখা হচ্ছে কবিতার দ্বীর্ঘতম পঙতি !


সব্যসাচী ۔۔۔۔

চলো এবারে কবিতা ছেড়ে নদী আঁকি রুমালে!


এতো রাতে স্নান۔ঘরে সংযম নিষিদ্ধ !

***********

সুখী গৃহকোণ 


দু হাত থেকে কিছুটা দুঃখ গড়িয়ে পড়লে নিভে যায় ঘরের আলো ....


কাউ কে সুখী হতে দেখলে চোখগুলো ঝাপসা হয়ে যায় ,

চৌকাঠে পড়ে থাকে কেবল একটা তিন বাই চারের গৃহকোণ !


সব্যসাচী ۔۔۔

হাঁটু মুড়ে বসো ,

বিভ্রান্ত প্রহর۔۔۔

জেগে উঠছে বিশ্বসংসার ,


এতো কাছে এসো না তুমি .......

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ