দর্পণ || কবিতা গুচ্ছ ~ খগেশ্বর দেব দাস




পোস্ট বার দেখা হয়েছে

মন বাউরা

(দেহতত্ত্বের আদলে)

 

ও'রে,মন বাউরা-রে, কেন তুই বুঝলি না-রে মন!

যে জন ছিল তোর-আপন রে, মন-সে-তো হলো পর রে,সে-তো হলো পর-কেন তুই বুঝলি না রে মন!


স্বজন, সুজন, যাদের তুই, ভাবলি রে,আপন-আপন তো তোর নয় রে কেউ,আপন তো তোর নয়।


যত দিন জোগাবী তুই টাকা, কড়ি রে মন-হবি-রে, তুই সবার চোখে, চোখের মণি। 

ও-র,হবি-রে, তুই সবার চোখে, চোখের মনি,মন রে আমার।


বৃদ্ধ যবে হবি রে-তুই, ওরে  বৃদ্ধ যবে হবি রে তুই, 

কিম্বা; আয় তোর ঠেকবে-যখন তলানিতে? মন রে আমার!


আশৈশব-যাদের তুই ভাবলি রে,আপন-দেখবি তাঁরা রুদ্রর্মূতি, ধরে রে-কেমন?


ও'রে, মন বাউরা-রে, কেন তুই বুঝলি না রে মন!


আপন, আপন করে তুই, দিলি যত দান রে, মন-পাবার প্রশ্ন উঠলো যদি- 

ওরে পাবার প্রশ্ন উঠলো যদি-সম্পর্ক তোর হবে খান খান রে।


ও'রে মন বাউরা-রে, কেন তুই, বুঝলি না রে মন!


মিছে তুই-আপন আপন ভাবলি যারে রে, মন-

আপন তো, তোর নয় রে,কেউ।

ও'রে-আপন তো তোর নয় রে-কেউ-মন রে, আমার!


ভব পাড়ে যাবার বেলা,রে মন-কেউ যাবে না সঙ্গে,রে তোর!

ও'রে, কেউ যাবেনা সঙ্গে রে, তোর-মন রে, আমার!


আপন, সে তো নয় রে, আপন-মিছে মায়ার বাঁধন রে,মিছে মায়ার বাঁধন।

ও'রে,মন বাউরা-রে, কেন তুই বুঝলি না রে মন!

=====

 একুশের স্মরণে

 (গণ সঙ্গীতের আদলে)


শহীদের রক্ত ভেদী, কর রে লোপাট, রক্ত জমাট -

ওরে ও-তরুণ ঈশান,ওড়া নিশান-মাতৃভাষার জয়ধ্বনি কর রে তোরা!


ওড়ে ঐ ওড়ে দেখ-ঐ বিজয়ের কেতন ওড়ে ঘরে ঘরে-তোরা সব জয়ধ্বনি কর।


ওরে ও-রফিক, সালাম, বরকত আর সফিউর-জানাই তোদের হাজার সেলাম।


ওরে ও-দেখ রে, চেয়ে-

দামাল ছেলের কামাল তোরা দেখ রে-চেয়ে, রক্ত ওদের যায়নি বিফল।


ওরে ও-শহীদ তোরা-

বাংলা মায়ের বাংলা ভাষার অধিকার-দিলি যারা, তোদের পায়ে হাজার সেলাম।


শহীদের রক্ত ভেদী , 

ওরে ও-তরুণ ঈশান, ওড়া নিশান, রক্ত তোদের-যায়নি বিফল।


ওরে ও-তরুণ তাজা, রক্ত মাখা-

দেখবে সারা বিশ্ববাসী-মাতৃভাষার অধিকার- আনলো কারা?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ